ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘সাগর’

Home Page » সাহিত্য » ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা ‘সাগর’
বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮



সাগর ও মা

‘সাগর’……..জামা কাপড়টা আন তাড়াতাড়ি
বনির স্কুলের দেরি হয়ে যাচ্ছে যে
আরে সাগর …….কোথায় যে থাকে ??
বাবুকে চা দিস্ নি এখনও?
কোঁকড়ানো চুলের ফাঁকে বিন্দু বিন্দু ঘাম।
জন্ম থেকেই মাকে খুঁজে বেড়ায় অনাথ সাগর
সাত বছর বয়স হল -ঐ বুড়ো কেরানী ও তার স্ত্রী বড়ো মায়া মমতা তাদের, ‘সাগর’কে ফুটপাত থেকে তুলে এনেছিল ।
দু বেলা খেতে দেয়…… আবার কি যেন একটা মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনাও করায়,
আহাঃ কি দয়ালু পরিবার।
আরে ঐ হতছাড়া ? গেলি কোথায়?
দুধ আনতে হবে ভুলে গেছিস?
‘বনিকে স্কুলে দিয়ে আসতে হবে না?ফেরার পথে বাজার করে আনবি।
ভোর হয় আর সাগরের ছুট শুরু হয়।
সেই রাতে…….অনেক রাতে…….যখন এক এক করে বাড়ির সব আলো নিভায় ছোট সাগর ।
ক্লান্তিতে ঐ ছোটো শরীরটা চলে কোঠায় ঐ বস্তা পাতা বিছানায় ফেলেও ঘুম আসেনা।
মা কল্পনায় রুপ নেয়,
মাকে খুঁজে বেড়ায় — কাল্পনিক সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে।
মাকে কোনো দিন দেখেনি….. কল্পনায় তার স্নেহ, ভালোবাসা,
রুপ বিশেষ করে মা এর গা এর গন্ধে অনুভবে মাকে পায়
একান্ত আপন করে রাখতে চায় ‘কাল্পনিক মা’ কে।
কাল্পনিক মা এর সাথে নিবিড়তা বাড়ে।
রাতে বেশ গভীর রাতে যখন সব আলো নিভে যায়
…. কত মান, অভিমান, অভিযোগ …..
মা এর, প্রতিকৃতি আঁকে
কখন যে সারাদিন এর ক্লান্তিতে দু চোখ বুজে যায়
ছোট সাগর ঘুমিয়ে পড়ে মা এর প্রতিকৃতির কোলে।

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ২১-শে এপ্রিল ১৯৬১, কলকাতার সঙ্গীতমনস্ক বন্দ্যোপাধ্যায় পরিবারে। বাবা স্বর্গীয় চিত্তপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ভীশ্বদেব চেট্টাপাধ্যায় এর প্রিয় ছাত্র। কাকা পীযূষপ্রসন্ন পণ্ডিত রবিশঙ্করের শিল্পশিক্ষায় দীপ্ত। ১৭ বছর বয়সে নিজেকে স্বাবলম্বী করা ও দেশমাতৃকার সেবায় নিজেকে সমর্পিত করার জন্য ভারতীয় বায়ুসেনায় যোগদান এবং ২১ বছর ধরে এই নিষ্ঠাপালন। ১৯৯৯ সালে বায়ুসেনা থেকে সেবানিবৃত্তির পর আই আই টি খড়্গপুরে যোগদান। ২০০৭ সালে রবীন্দ্রভারতীকে আপন করে নেওয়া এবং নিরাপত্তা সুরক্ষা অধিকারী হিসেবে যোগদান। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্রকল্যাণ অধিকারী, Purchase Officer এবং Law Officer এর দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের Security and Disaster Management পাঠ্যক্রমের কো-অর্ডিনেটর এর দায়িত্বপ্রাপ্ত। ২০১৬ -তে আমন্ত্রণমূলক বক্তৃতা প্রদান অক্সফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাংলাদেশ সময়: ২:৪৪:৪৯   ৬৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ