তোমাকে চিনিনা -মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » তোমাকে চিনিনা -মাফরূহা বেগম
বুধবার, ২০ জুন ২০১৮



আকাশের মতই

তোমাকে চিনিনা আমি,
জানিনা তুমি আমাকে কতটুকু চেনো।
মাত্র কয়েকদিনের চেনাশোনা,কথাবলা-তাতেই কি
ঘটতে পারে আকাশজয়?
আকাশও তো রং বদলায়,
গ্রীস্মে,শীতে,হেমন্তে,বসন্তে।
তুমি কি নিজেকেই চেনো?
চেনো নিজের মনের সেই আকাশকে?
মন? সেতো আকাশের মতই,
আদল বদলায় মূহুর্তে মূহুর্তে।
তুমি কি চেনো, তোমার মনের সেই সুনীল নিঃসঙ্গ আকাশকে,
নীচে যার প্রচন্ড সাগরের গর্জন
তবু যার নীরবতা কাটেনা।
নিজের মনের কাছে,অস্তিত্বের, কাছে,চেতনার কাছে- তুমি আমি, আমরা প্রত্যেকেই বড় একা, নির্জন আকাশের মতই।
নিজের একক সত্বার অসহায়ত্বের কাছে নির্মমভাবে বন্দী আমরা সবাই,
ঠিক আকাশের মতই।
যেখানে চেনাজানার
গর্ব,আস্ফালন- সবই পরাজিত
ব্যর্থ।তোমাকে চিনিনা আমি,
হয়তো নিজেকেও।

মাফরূহা বেগম

বাংলাদেশ সময়: ৩:২৯:১১   ৭৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ