মহাজোট ছিল বলেই নির্বাচন সুষ্ঠ হয়েছে: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » মহাজোট ছিল বলেই নির্বাচন সুষ্ঠ হয়েছে: প্রধানমন্ত্রী
রবিবার, ১৬ জুন ২০১৩



pm1-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই নির্বাচন সুষ্ঠ হয়েছে, জনগণ যাকে খুশি ভোট দিতে পেরেছে। আর তাতে জয় হয়েছে সরকার ও গণতন্ত্রের।রোববার ৯ম জাতীয় সংসদের ১৮ তম অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, রাজনীতি জনগণের জন্যে করি। আগামী নির্বাচনে জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় আসবো না। জনগণ না চাইলে ক্ষমতায় আসবো না, কিন্তু ভোটচুরি করে ক্ষমতায় যেতে চাই না।

তিনি বলেন, দীর্ঘ দিন জনগণের ভাত ও ভোটের সংগ্রাম করেছি। এ নির্বাচনে জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। যাকে ভোট দিয়েছে সেই জয়লাভ করেছে। জনগণের রায় সবাইকে মেনে নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইলেকশন মানেই ছিলো ১০ হোন্ডা, ২০ গুণ্ডা। কিন্তু আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ দিন ধরে সংগ্রাম করেছি। মহাজোটের আমলে ৫ হাজার ৬৪৬টি নির্বাচনে ২৩ হাজার ১২৩ জন নির্বাচিত হয়েছেন। কোন সমস্যা হয়নি। মহাজোট ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়।

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, অসাংবিধানিক কাউকে ক্ষমতায় আনার চেষ্টা করবেন না, তাহলে নির্বাচনই হবে না।

এ সময় সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে জয়ী বিরোধী দল সমর্থিত চার মেয়রকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, এতে গণতন্ত্রের জয় হয়েছে, সরকারের জয় হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিয়েছে। যাকে ভোট দিয়েছে সে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৮   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ