সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বাড্ডায় আ’লীগ নেতা হত্যার ঘাতকের ছবি

Home Page » এক্সক্লুসিভ » সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বাড্ডায় আ’লীগ নেতা হত্যার ঘাতকের ছবি
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: রাজধানীর উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ আলী উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ঈদের আগের দিন গত শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় হত্যকান্ডের এ ঘটনা ঘটে।

এই হত্যাকান্ডে অংশ নেওয়া দুই ঘাতকের ছবি ধরা পড়েছে পাশের বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে। ওই দুজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তবে হত্যাকান্ডের চার দিন পার হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে মামলা দায়ের হয়নি।

পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, দুই ঘাতক দৌড়ে পালাচ্ছে। তাদের একজন সাদা টি-শার্ট পরা, অপরজনের গায়ে ছিল লাল টি-শার্ট।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, দুই ঘাতকের একজন জুয়েল, অপরজনের নাম মিরাজুল। জুয়েলকে হাতে পিস্তল নিয়ে দৌড়াতে দেখা যাচ্ছে। তবে দুজনের একেক সময় একেক নাম পাচ্ছে পুলিশ। তাই তাদের সম্পর্কে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে। ওই দুই ঘাতককে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট।

পুলিশ জানায়, জুয়েল ও মিরাজুল দুজনকেই ঘটনার বেশ কিছুদিন আগে থেকে বাড্ডা এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। তারা বাড্ডায় স্থায়ীভাবে বসবাস করে না মনে করছে পুলিশ।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ফরহাদ আলী জুমার নামাজ শেষে স্থানীয় বায়তুস সালাম জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

তিনটি বিষয় সামনে রেখে এই হত্যাকান্ডের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তিনটি বিষয় হলো ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফুটপাতের ভাসমান দোকানের নিয়ন্ত্রণ ও কাউন্সিলর প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া। এ ছাড়া আরও বেশকিছু বিষয় আমলে নিয়ে তদন্ত চলছে।
নিহত ফরহাদ আলীর ভাগ্নে হীরা ভূঁইয়া বলেন, আমরা এখনো সন্দেহ করছি ডিশ ব্যবসার কারণে মামাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী  জানান, ভিডিও ফুটেজ থেকে পাওয়া দুই ব্যক্তির সম্পর্কে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আমরা এখনো তাদের শনাক্ত করতে পারিনি। তবে খুনিদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১:৫০:৩৬   ৯০০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ