বঙ্গ-নিউজ:- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম তালুকদার সুনামগঞ্জ-১ আসনে তার জনসংযোগের অংশ হিসেবে আজ সোমবার ১৮ই জুন ২০১৮ দুপুর ২:৩০ ঘটিকায় জামালগঞ্জ পৌঁছেন। এসময় জামালগঞ্জ নৌঘাটে প্রায় তিন শতাধিক স্থানীয় জনতা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ এবং বঙ্গবন্ধু পরিষদের স্থানীয় কর্মী ও নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানায়। এতে অগ্রভাগে ছিলেন জহিরুল ইসলাম, সহসভাপতি, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ; আকমল হোসেন, সাধারণ সম্পাদক, ৪নং ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগ;গোলাম হাসান আফিন্দী তাপস, জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক, আল আফাজ জুয়েল, জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্মআহবয়ক, গোলাম মোর্শেদ চৌধুরী তপন, সাংস্মৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ধর্মপাশা উপজেলা শাখা,মো: আল আমিন, সভাপতি, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবলীগ।
ড. রফিকুল ইসলাম তালুকদারের আগমনকে স্বাগত জানিয়ে প্রথমে একটি বিশাল মিছিল নৌঘাট থেকে জামালগঞ্জ বাজারটি প্রদক্ষিণ করে শেষ মাথায় যায়। মিছিল শেষে তিনি তার তাৎক্ষণিক বক্তব্যে তাকে অভিনন্দনদানকারী ও মিছিলে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “প্রিয় জামালগঞ্জবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এখানকার মানুষের কাছে আমি সকল বিভাজনের বাইরে। এখানে অনেক ক্ষণজন্মা ও প্রতীতযশা আওয়ামী লীগ নেতা আছেন। তারা সকলেই আমার শ্রদ্ধাভাজন। এখানকার জনগণ ও নেতাদের আমি এতটাই আস্থা ও বিশ্বাস করি যে আমি বহুবার এখানে একা এসেছি, এমনকি একা একা রাত্রি যাপন করেছি। সব ঋণ শোধ করা যায়না। আপনাদের ভালবাসার ঋণ আমি শোধ করতে পারবনা। আজ আমি আপনাদের কাছে এসেছি আপনাদের নিয়ে একটি মাদক, সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী র্যালি করার জন্য ও এবিষয়ে একটি মতবিনিময় ও জনমত গড়ে তোলার জন্য। আসুন আমরা সকলে সতঃস্ফূর্তভাবে র্যালিতে ও আলোচনায় অংশগ্রহণ করার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিকে না বলি এবং একটি শোষণমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।“
অতঃপর বিশিষ্ট গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. রফিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে প্রায় পাঁচশত মানুষের সতঃস্ফূর্ত অংশগ্রহণে “মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও শোষণ মুক্ত সমাজ চাই” ব্যানারে একটি বিশাল মানব্-বন্ধন জামালগঞ্জ বাজারটি প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে প্রবেশ করে।
একাডেমীতে আলোচনায় সভাপতিত্ব করেন আকমল হোসেন, সাধারণ সম্পাদক, ৪নং ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও সঞ্ছালনা করেন গোলাম মোর্শেদ চৌধুরী তপন, সাংস্মৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ধর্মপাশা উপজেলা। আল আফাজ জুয়েল, জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্মআহবায়ক বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিকে সর্বতোভাবে ধীক্কার জানানো প্রয়োজন। বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক গোলাম হাসান আফিন্দী তাপস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকমুক্ত বাংলাদেশ গড়ার উদ্যোগ সময়ের দাবি, এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্রকে আমাদেরই বিনির্মাণ করতে হবে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ, সৎ ও শিক্ষিত নেতৃত্বই বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করার ও সোনার বাংলা গড়ার সম্ভাবনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন কার্যকরীভাবে বাস্তবায়ন করতে হলে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও শোষণ মুক্ত সমাজ গঠন অপরিহার্য।
পরিশেষে সভাপতি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি বিরুদ্ধে রাষ্ট্রের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। আজকের এই র্যালি এমনই একটি সামাজিক প্রতিরোধ কর্মসূচী। তিনি সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম তালুকদারকে এমন মহৎ উদ্দোগ গ্রহণ করায় জামালগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান, উপস্থিত সকলকে এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান এবং প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বের শুরুতে জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক গোলাম হাসান আফিন্দী তাপস সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. রফিকুল ইসলাম তালুকদার এবং অন্যসকলের উপস্থিতিতে জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২৩:১০:২২ ১০৪৩ বার পঠিত