মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জেলায় নিহত ২

Home Page » জাতীয় » মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জেলায় নিহত ২
শুক্রবার, ৮ জুন ২০১৮



প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: চলমান মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানা যায়।

বৃহস্পতিবার (৭ জুন) দিবাগত রাত থেকে শুক্রবার (৮ জুন) ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তার মধ্যে- ঠাকুরগাঁও ও রংপুরে একজন করে মোট ২ জেলায় ২ জন নিহত হয়েছেন। তবে নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 বন্দুকযুদ্ধের আংশিক চিত্র তুলে ধরা হল-

ঠাকুরগাঁও

জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

নিহত শামীম হোসেন রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন এর নেতৃত্বাধীন রাণীশংকৈল থানার একটি আভিযানিক দল উপজেলার ধর্মগড় ভদ্রেশ্বরী চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এসময় পুলিশ সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার্থে মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের ১৫-২০ মিনিট পাল্টাপাল্টি গুলি বর্ষণে শামীম নামের এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই নিয়ে চলমান মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে ঠাকুরগাঁওয়ে পঞ্চম মাদক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটল।

রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা হামলা করলে পুলিশও পাল্টা হামলা করে এবং শামীম হোসেন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৩শ’ ৪০ পিস ইয়াবা, দুটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শামীমের বিরুদ্ধে আটটি মাদক মামলাসহ সর্বমোট এগারটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

রংপুর

নগরীর কুকরুল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু মুসা (২৭) নামের একজন ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে- কয়েকজন মাদক ব্যবসায়ী নগরীর কুকরুল এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ী আবু মুসা ওরফে বিষখালি নিহত হয়। নিহত আবু মুসার নামে মাদক আইনে ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে ১০২ পিস ইয়াবা, ৪৭ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ৯:৫১:০৮   ৬৫১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ