বেসরকারি হেলিকপ্টার সেবায় ২০ শতাংশ শুল্কারোপ

Home Page » অর্থ ও বানিজ্য » বেসরকারি হেলিকপ্টার সেবায় ২০ শতাংশ শুল্কারোপ
বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ দেশের বেসরকারি পরিবহণ সেবায় নতুন সংযোজন হেলিকপ্টার। বর্তমানে পোশাক খাতের বিদেশী ক্রেতাদের একটি অংশ কারখানা পরিদর্শন করছেন হেলিকপ্টারে। আবার রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারকা ব্যক্তিদের অনেকেই দেশের মধ্যে যাতায়াতে হেলিকপ্টার ব্যবহার করছেন।

এছাড়া কিছু বড় বেসরকারি হাসপাতাল অসুস্থ রোগীদের আনা-নেওয়ার কাজেও ব্যবহার করছে হেলিকপ্টার। এক কথায় দেশের যাতায়াত ব্যবস্থায় হেলিকপ্টার জনপ্রিয় হচ্ছে।

দেশে সাতটি বেসরকারি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কাছে ১৫টি হেলিকপ্টার রয়েছে বলে জানা গেছে।

এবারের বাজেটে অর্থমন্ত্রী সদ্য জনপ্রিয় হতে যাওয়া এই সেবার ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। ফলে হেলিকপ্টার সেবা গ্রহীতাদের খরচ আরও বাড়বে। এর পাশাপাশি হোটেল বা রেস্তোরায় যেকোন ধরনের ফ্লোর শোর বিলের উপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

তবে কৃষি জমিসহ সকল প্রকার ভূমি রেজিট্রেশনের ওপর ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ভ্যাট একটি ভোক্তানির্ভর কর ব্যবস্থা। এ কর ব্যবস্থাকে অধিক জনসম্পৃক্ত করতে প্রতি বাজেটেই কিছু পরিবর্তন আনা হয়।

তিনি বলেন, কৃষি জমিসহ সকল প্রকার ভূমি রেজিষ্ট্রেশনের উপর মূল্য সংযোজন কর বহাল ছিলো। কিন্তু তা আদায় করা সম্ভব ছিলো না।

সব দিক বিবেচনায় কৃষি জমির উপর মূসক বা ভ্যাট অব্যাহতি প্রস্তাব করের মুহিত। তিনি বলেন, জমি নিবন্ধন মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্তির প্রস্তাব করছি।

বাংলাদেশ সময়: ২১:১১:৩৩   ৯৭০ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ