‘সমৃদ্ধ আগামী:অগ্রযাত্রার বাংলাদেশ’ শিরোনামে আজ জাতীয় বাজেট পেশ

Home Page » অর্থ ও বানিজ্য » ‘সমৃদ্ধ আগামী:অগ্রযাত্রার বাংলাদেশ’ শিরোনামে আজ জাতীয় বাজেট পেশ
বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ: জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন বর্ষীয়ান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটের শিরোনাম হবে ‘সমৃদ্ধ আগামী:অগ্রযাত্রার বাংলাদেশ’।

এটা বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। আর অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত ১২তম বাজেট।

বর্তমান সরকারের দুই মেয়াদে একাধারে দশম বাজেট দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন তিনি।

এর আগে, প্রয়াত এম সাইফুর রহমান তিন দফায় ১২টি বাজেট দিয়েছিলেন। তবে টানা বাজেট দেয়ার ক্ষেত্রে বাংলাদেশে এ নজির মুহিত ছাড়া আর কারোর নেই।

সম্প্রতি সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেছেন, এটি হতে যাচ্ছে তার জীবনের শেষ বাজেট। তবে প্রধানমন্ত্রী চাইলে আবার অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে কিংবা নির্বাচনে অংশ নিতে পারেন বলেও জানিয়েছেন তিনি। এর আগে একাধিকবার তিনি অবসরের কথা বললেও কাজ চালিয়ে গেছেন।

প্রসঙ্গত, চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন। চলতি ২০১৭-১৮ অর্থবছরে তা দাঁড়ায় ৪ লাখ ২৬৬ কোটি টাকায়। আর আগামী ২০১৮-১৯ অর্থবছর এর আকার দাঁড়াচ্ছে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকায়। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান আবুল মাল আবদুল মুহিত। তিনি ২০০৯-২০১০ অর্থবছর থেকে চলতি ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত টানা নয়টি বাজেট পেশ করেন। আজ ২০১৮-১৯ অর্থবছরের এবং দেশের ৪৭তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন আবুল মাল আবদুল মুহিত। এর আগে তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৩২:৪২   ৭৬৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ