অসময়ে-মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » অসময়ে-মাফরূহা বেগম
সোমবার, ৪ জুন ২০১৮



মাফরূহা বেগম

এখন লেখার সময়
তোমার বৈরিতা যখন আমাকে
নিক্ষেপ করে নিতল নদীর জলে, পাতালে।
জলমগ্ন পানকৌড়ির মত আমি
ডুব দিয়ে ভেসে উঠি ডাঙ্গায়,
প্রকৃতি আমাকে সহস্র হাত বাড়িয়ে আকর্ষন করে বলে,
না,এটা যাবার সময় নয়।
চারিদিকে ক্ষুধিত কীটেরা ভীড় করে থাকে,
অথবা আমায় একা ফেলে যায়।
উদ্দেশ্যহীন পরিভ্রমণ শেষে
ক্লান্ত, শ্রান্ত আমি আকড়ে ধরি
একমুঠো সবুজ শ্যাওলা,অথবা
আটকে যাই চোরাবালিতে।
সঠিক দেখতে পাইনা ডাইনে বামে,
দৃষ্টিহীনা অন্ধের মত শুধু হাতড়ায়।
সামনে কৃষ্ণপক্ষের অমানিশা,
বিশাল বিভীষিকার মত
মুখব্যাদান করে থাকে।
পিছনে ওড়ে ধূলির ঝড়।
দিশাহারা আমি উত্তরনের
পথ খুজে পাইনা।
তবু প্রকৃতি আমায় সহস্র হাত বাড়িয়ে আকর্ষন করে বলে,
না, এটা যাবার সময় নয়।
এখন লেখার সময়…।

মাফরূহা বেগম

বাংলাদেশ সময়: ২০:২৭:৩১   ১২৭৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ