রাজধানীতে বিভিন্ন ব্যাংকের ২০টি শাখায় নতুন টাকা বিনিময় করা যাবে

Home Page » অর্থ ও বানিজ্য » রাজধানীতে বিভিন্ন ব্যাংকের ২০টি শাখায় নতুন টাকা বিনিময় করা যাবে
রবিবার, ৩ জুন ২০১৮



 

 

প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আজ থেকে  ১৪ জুন পর্যন্ত নতুন নোট বিনিময় করবে । তবে এবারের ঈদে ২ ও ৫ টাকার নতুন নোট পাওয়া যাবে না। প্রথমবারের মতো এই দুই ধরনের টাকা দেয়া হচ্ছে না।

বিশেষ করে ২ ও ৫ টাকার নতুন নোট হেরোইন ও গাঁজা খাওয়ায় ব্যবহার হওয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া নোট দু’টি পার্শ্ববর্তী দেশগুলোতেও পাচার হয়। সে কারণে এসব নোট বিনিময় করবে না কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক।

তবে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট পাওয়া যাবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। ২৭ মে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের মধ্যে যেসব ব্যাংকে নোট বিনিময় করা হবে তার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে বাংলাদেশ ব্যাংক ছাড়াও রাজধানীতে বিভিন্ন ব্যাংকের ২০টি শাখায় নতুন টাকা বিনিময় করা যাবে।

যেসব ব্যাংক শাখায় নোট বিনিময় করা যাবে- 

১. ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যাত্রাবাড়ী শাখা, ঢাকা।
২. জনতা ব্যাংক লিমিটেড, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা।
৩. অগ্রণী ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।
৪. দি সিটি ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা।
৫. সাউথইস্ট ব্যাংক লিমিটেড, কাওরান বাজার শাখা, ঢাকা।
৬. সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা।
৭. উত্তরা ব্যাংক লিমিটেড, চকবাজার শাখা, ঢাকা।
৮. সোনালী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখা, ঢাকা।
৯. ঢাকা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা।
১০. আইএফআইসি ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা।
১১. রূপালী ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা।
১২. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর শাখা, ঢাকা।
১৩. জনতা ব্যাংক লিমিটেড, রাজারবাগ শাখা, ঢাকা।
১৪. পূবালী ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, ঢাকা।
১৫. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা।
১৬. ওয়ান ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা।
১৭. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা।
১৮. ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।
১৯. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা।
২০. ব্যাংক এশিয়া লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, এবারের ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার কোটি টাকা একদমই নতুন। বাকি ৮ হাজার কোটি টাকা নতুন হলেও কিছুদিন আগে ছাপানো।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৯   ৭৫৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ