বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি

Home Page » জাতীয় » বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি
শনিবার, ২ জুন ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

শুক্রবার (১ জুন) গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় শ্রীপুর উপজেলা শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন।কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে যাবে। বর্তমান সরকার একটি স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত কারাগারে সম্পূর্ণ অমানবিকভাবে তাকে বন্দি রেখেছে। স্বাধীনতার মহান ঘোষক, সাবেক সেনা প্রধান, বহুবলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক সফল রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হওয়া সত্ত্বেও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাধারণ কয়েদীদের মতো সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে। এই গরমে ইচ্ছাকৃত ভাবে লোডশেডিং দিয়ে তাকে কষ্ট দেয়া হচ্ছে। পরিত্যক্ত কারাগারে বিকল্প বিদ্যুৎ বা জেনারেটর না থাকায় মোমবাতি ও হাতপাখার উপর নির্ভর করে কারাগারে থাকতে হচ্ছে। সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গ সহযোগী দলের নেতৃকর্মীরা অবিলম্বে তাঁর মুক্তি কামনা করেন।

এছাড়াও তিনি খালেদা জিয়ার বিশেষ সম্পাদক শামসুর রহমান, শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল রাবী বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ সারাদেশের আটক সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: শফিকুল ইসলাম আকন্দ, গাজীপুর জেলা ওলামাদলের সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম, জেলা শ্রমিকদলের সদস্য মুক্তারুজ্জামান খান, পৌর কৃষক দলের সভাপতি ডা: মুজাহিদুল কবির, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল হান্নান মুন্সী, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা ইলিম, মাওনা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার, কাওরাইদ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির শ্যামল, সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন খান, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, সাংগঠনিক সম্পাদক এসএম সুজন, আলমগীর মৃধা, ফারুক হোসেন, রুবেল হোসেন, মাইনুদ্দিন, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আকতার হোসেন, নাইম খান, রিপন খান, পৌর কৃষকদলের যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান, কামাল হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮:১০:১৬   ৪৪৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ