বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন ভবিষ্যৎ নাছির-তরফদার

Home Page » খেলা » বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন ভবিষ্যৎ নাছির-তরফদার
বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে চট্টগ্রাম সিটি মেয়র মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে মঙ্গলবার। কমিটিতে সভাপতি পদে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মহাসচিব পদে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মে) নগরের আগ্রাবাদ হোটেলে আয়োজিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়। এতে ৮টি বিভাগ ও ৬৪টি জেলার ফুটবল সংগঠকেরা উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য তুলে ধরে সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশে এখন ফুটবলের ক্রান্তিকাল চলছে। আন্তর্জাতিক ফিফা র‍্যাংকিংয়ের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। মৃত এ ফুটবলকে জাগাতে হবে। বাংলাদেশ ফুটবলকে দেশের গণ্ডি থেকে বের করে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে হবে। এ জন্যে নতুন উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, অ্যাসোসিয়েশনের এ কমিটির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চ্যালেঞ্জ করা আমাদের উদ্দেশ্য নয়। বরং ফুটবলের উন্নয়নে তাদের সব ভালো উদ্যোগে সহায়তা করবো আমরা।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদ্য নির্বাচিত মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ছবিঃ ইন্টারনেট।
তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ফুটবলকে জাগাতে হলে এর বাণিজ্যিকীকরণ করতে হবে। জেলায়-উপজেলায় ফুটবলকে ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে কাজ করতে প্রতিটি জেলাকে ৩ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। ফুটবল সংশ্লিষ্টদের জন্য কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমাদের ফুটবল এগিয়ে যাবে।
তিনি বলেন, আগামী বছর থেকে ৬৪ জেলায় ফুটবল লিগ আয়োজন করা হবে। ভালো মানের কোচ দিয়ে সম্ভাবনাময়ী খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে। কারও সঙ্গে বিরোধ করে নয়, সবাইকে নিয়ে আমরা পথ চলতে চাই। ফুটবলের উন্নয়নে কাজ করতে চাই।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সহ-সভাপতি সিরাজ উদ্দিন মো. আলমগীর, ঢাকা ডিএফএ’র সভাপতি আব্দুর রহিম, সিলেট ডিএফএ’র সভাপতি মাহি সেলিম, রাজশাহী ডিএফএ’র সভাপতি রাফিউস সামস প্যাডী, বরিশাল ডিএফএ’র সভাপতি মো. আলমগীর হোসেন আলো।

তরফদার রুহুল আমীন
উল্লেখ্য, তরফদার রুহুল আমীন বাংলাদেশের গণমাধ্যমে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত এক নাম। তাঁর এমন পদে সামাসীন হওয়াতে জাতীয় এবং আঞ্চলিক ক্রীড়াঙ্গনে চলছে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবলের সোনার হরিণের রুপকথা! তবে সময়ই বলে দিবে কতোটা সফল হবেন নাছির-তরফদার পরিষদ।

বাংলাদেশ সময়: ৩:০৫:৫০   ১৪১৬ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ