বিশ্বকাপে বান্ধবী-স্ত্রীদের সঙ্গে থাকায় নিষেধাজ্ঞা- জার্মানির কোচ ওয়াকিম লো

Home Page » অর্থ ও বানিজ্য » বিশ্বকাপে বান্ধবী-স্ত্রীদের সঙ্গে থাকায় নিষেধাজ্ঞা- জার্মানির কোচ ওয়াকিম লো
বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮



বিশ্বকাপে বান্ধবী-স্ত্রীদের সঙ্গে থাকায় নিষেধাজ্ঞা
বঙ্গ-নিউজঃ  বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে জার্মানির কোচ ওয়াকিম  লো-র বড় অস্ত্র শৃঙ্খলা। যার জন্য দলের উদ্দেশে কড়া নির্দেশাবলি জারি করেছেন তিনি। লো পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পরে কোনও ভাবেই যৌন সংসর্গে লিপ্ত হতে পারবেন না ফুটবলাররা। ফলে বিশ্বকাপ চলাকালীন স্ত্রী বা বান্ধবীরা ফুটবলারদের সঙ্গে থাকতে পারবেন না।

ব্রিটিশ ও জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লো দলকে জানিয়ে দিয়েছেন, প্রস্তুতি শিবিরে ফুটবলারদের সঙ্গে তাদের স্ত্রী বা বান্ধবীরা থাকতে পারবেন। কিন্তু একবার রাশিয়ায় পা দিলে ফুটবলারদের হোটেলে কেউ ঢুকতে পারবেন না।

এখানেই শেষ নয়। জার্মানির কোচ এও জানিয়ে দিয়েছেন, তিনি চান ফুটবলাররা বিশ্বকাপের একটা মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। ফলে ইনস্টাগ্রাম বা টুইটারে ওই সময় টোনি খোস, টোমাস মুলারদের কোনও পোস্ট বা ছবি দেখতে না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। লো-র মন্তব্য, ‘ব্যক্তিত্বের সংঘাতের চেয়ে দলের স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

তবে একটা ব্যাপারে ছাড় দিয়েছেন লো। জানা গিয়েছে, ঘুমানোর আগে ফুটবলাররা যদি এক-আধ বোতল বিয়ার বা দুই এক গ্লাস ওয়াইন খান, তাহলে কোচ আপত্তি করবেন না। দলের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী লো কয়েক দিন আগেই বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি পরপর দু’বার বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে জার্মানির।’

বাংলাদেশ সময়: ২:৩৭:০৫   ৮২০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ