আমি যখন ধরি, ভালো করেই ধরি, কার ভাই, কার আত্মীয় তা দেখা হবে না: শেখ হাসিনা

Home Page » অর্থ ও বানিজ্য » আমি যখন ধরি, ভালো করেই ধরি, কার ভাই, কার আত্মীয় তা দেখা হবে না: শেখ হাসিনা
বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮



সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গ-নিউজঃ   মাদকবিরোধী অভিযান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমি যখন ধরি, ভালো করেই ধরি।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, মাদকবিরোধী অভিযানে যে-ই গডফাদার হোক ধরা হবে। কাউকেই ছাড়া হবে না। আমি যখন ধরি, ভালো করেই ধরি। জানেন তো। কার ভাই, কার আত্মীয় তা দেখা হবে না।

প্রধানমন্ত্রী বলেন, এই অভিযানের আগে দীর্ঘদিন গোয়েন্দারা কাজ করেছে। অভিযান হঠাৎ করে শুরু হয়নি। দীর্ঘদিন ধরে নজর রাখা হয়েছে, তারপর অভিযান শুরু হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদেরই বিচার হচ্ছে।

শেখ হাসিনা বরেন, ‘খুব স্বাভাবিক যে, এই ধরনের অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটতেই পারে।’ নিরাপরাধ কেউ এই অভিযানের শিকার হচ্ছে না দাবি করে তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত যে কয়টা ঘটনা হয়েছে, মনে হয় না একটাও নিরীহ ব্যক্তি শিকার হয়েছে।’

এ অভিযানে এ পর্যন্ত ১০ হাজারের ওপর গ্রেফতার হয়েছে জানিয়ে তিনি বলেন, কত গ্রেফতার হয়, কোন পত্রিকায় তা বলা হয় না।

গত ৪ মে থেকে র‌্যাব দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু করে। পরে এতে যোগ দেয় পুলিশ। পুলিশ-র‌্যাবের অভিযানম চলাকালে ‘বন্দুকযুদ্ধে’ এ পর্যন্ত ১১৯ মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২:২২:১৮   ৭৫০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ