‘ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়’ :ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রী

Home Page » অর্থ ও বানিজ্য » ‘ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়’ :ব্যবসায়ীদেরকে প্রধানমন্ত্রী
শনিবার, ২৬ মে ২০১৮



ফাইল ছবি  বঙ্গ-নিউজ: দেশের আরো উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে তিনি বাংলাদেশী বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে বিশেষ করে যৌথ উদ্যোগের সুবিধা দিতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশ লাভবান হবে।

শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় কোলকাতার তাজ বেঙ্গল হোটেলের ম্যান্ডারিং কক্ষে কোলকাতার ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

শেখ হাসিনা বাংলাদেশে নদী খননে ভারতীয় ব্যবসায়ীদের সমর্থন কামনা করে বলেন, এতে আঞ্চলিক যোগাযোগ জোরদার হবে।

পরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের গভর্নর কেশরী নাথ ত্রিপাঠির দেয়া নৈশ ভোজে যোগ দেন। কোলকাতার রাজভবনে এ ভোজসভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার উত্তরে রবীন্দ্র সরণীর সিংহী বাগানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত আবাসস্থল বিখ্যাত জোঁড়া সাঁকো ঠাকুরবাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পরে সেখানে প্রধানমন্ত্রী পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

এছাড়া দুই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা থেকে ১৮০ কিলোমিটার উত্তরে শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেন।

বাংলাদেশের হয়ে সেখানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং দুই দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

ভবন উদ্বোধন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনায় হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১০:২৬:৪১   ৪৪৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ