হাসিনা-মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

Home Page » জাতীয় » হাসিনা-মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
শনিবার, ২৬ মে ২০১৮



নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা  বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৫ মে) বিকেলে শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বৈঠক করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকের দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।

একটি সূত্র বলছে, তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদন আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতকে পাশে চায় বাংলাদেশ- এ বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে।

বৈঠক শেষে দুই দেশের সরকার প্রধান হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে যান। তারা কোনো মন্তব্য না করায় তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে দুই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা থেকে ১৮০ কিলোমিটার উত্তরে শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজকলি সেন।

বাংলাদেশের হয়ে সেখানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং দুই দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ৯:৫৯:৩৪   ৫১৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ