মাংসের দোকানিদের কারসাজির শেষ নেই

Home Page » অর্থ ও বানিজ্য » মাংসের দোকানিদের কারসাজির শেষ নেই
শনিবার, ২৬ মে ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ মাংসের দোকানিদের কারসাজির যেন শেষ নেই। কেউ পানিতে চুবিয়ে মাংসের ওজন বাড়াচ্ছেন, তো কেউ ‘টাটকা’ বলে চালিয়ে দিচ্ছেন পচা মাংস। ওজনেও কম দেওয়া হচ্ছিল ক্রেতাদের। সে সঙ্গে সিটি করপোরেশন নির্ধারিত দামে গরু ও খাসির মাংস বিক্রি করছিলেন না কেউ।

শুক্রবার পুরান ঢাকার কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে এ চিত্র দেখতে পান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত কামরাঙ্গীরচরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সমকালকে জানান, কাপ্তানবাজারের দোকানগুলোয় গরুর মাংস ৫৫০ থেকে ৬০০ ও খাসির মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি তারা নানাভাবে কারসাজি করছিলেন। এসব অপরাধে পাঁচ ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ড এবং বাকিদের মোট পাঁচ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় চার মণ পচা মাংস।

এদিকে একই এলাকার ‘জনপ্রিয় চায়ের দোকানে’র মালিক শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা পাইকারি চা কিনে প্যাকেটজাত করে বিক্রি করেন। কিন্তু চায়ের প্যাকেটে উৎপাদনের কোনো তারিখ লেখা ছিল না।

অভিযানে র‌্যাব-১০-এর কর্মকর্তা, বিএসটিআই প্রতিনিধি ও জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কামরাঙ্গীরচরে দুই লাখ টাকা জরিমানা: কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে আশরাফবাদের মোহাম্মদ আলী ফুডকে ৩০ হাজার, নাসির ইন্ডাস্ট্রিজকে এক লাখ, হাবিব ফুডকে ৩০ হাজার এবং খোলামুরাঘাটের বিউটিফুল সেমাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০:৪২:৩২   ৫৩৯ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ