তুমি কে গো? - মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » তুমি কে গো? - মাফরূহা বেগম
বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮



তুমি কে গো?

তুমি কে গো,আজ এই পড়ন্ত বেলায়
একমুঠো বর্নিল রোদ ছড়ালে আঙিনায়
দুচোখ ভরে দিলে স্বপ্নের রঙিন ছোয়ায়
রাত্রি বুঝি জাগিয়ে দিলে আলোকের অমল জোসনায়
বুকের গহীনে জাগে উত্তাল ঢেউয়ের উচ্ছাস
দুচোখ জাগিয়ে রাখে তবুওতো
মেটেনাতো আশ।
তুমি কে গো, মায়া মরিচীকা
নাকি কূহেলিকা
কোন দূরাগত আগন্তক তুমি
অচেনা,অদেখা্
ছিলে কোন দূরদ্বীপে এতদিনে
এলে তুমি তাই

স্নাত হই প্রতিখনে অফুরন্ত আলোর ধারায়
বুকের ভিতরে শুনি ছলছল জলের উচ্ছাস
বাতাসে জাগে শুধু নানা সূর
নানা কলরব
এলে তুমি কোন এক
সুরহারা,ছন্দহারা দিনে
দাড়ালে সন্মুখে মোর যেন
নিতে পারি চিনে।কনক প্রদীপখানি জ্বেলে দিতে
মোর আঙিনায়
সে আলোয় আধারের মাঝে
সমুখের পথ খুজে পাই।
লতোমারে চিনেছি আমি এইকথা
বলে মোর মন
তুমি যে চিরদিনের চেনা মোর
আজন্ম স্বজন।

মাফরূহা বেগম

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৩   ১২৮২ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ