রাজা চাপিতলার ১২ শহীদের সম্মান কিংবা নাম মুক্তিযোদ্ধা তালিকায় স্থান হয়নি স্বাধীনতার ৪৭ বৎসর পরেও

Home Page » প্রথমপাতা » রাজা চাপিতলার ১২ শহীদের সম্মান কিংবা নাম মুক্তিযোদ্ধা তালিকায় স্থান হয়নি স্বাধীনতার ৪৭ বৎসর পরেও
সোমবার, ২১ মে ২০১৮



বঙ্গ নিউজ (সাজ্জাদ কামাল); খবর নিয়ে জানা গেছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ও ভয়াবহ রক্তে রঞ্জিত হয়েছিল কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ,দক্ষিন-পশ্চিম পাড়ার অহিদ উল্লাহ কেরানী বাড়ী৷

এলাকাবাসী বঙ্গ-নিউজ কে জানান, আফসোসের বিষয় এই যে বর্তমান সরকার মুক্তিযোদ্ধা বান্ধব সরকার তারপরও এই পরিবার গুলোকে যথার্থ সম্মাননা দিতে পারেনি। স্বাধীনতার ৪৭ বৎসর অতিবাহিত হয়ে গেল অথচ শহীদ অহিদ উল্লাহ সহ ১২জন লোক শহীদ হয়েছেন ১৯৭১ সালে। তাদের অপরাধ ছিল,দেশ কে ভালোবেসে বাড়ীতে মুক্তি যোদ্ধা ক্যাম্প করে ছিল৷

কিন্তু এখন পর্যন্ত এই নির্মম হত্যা কান্ডে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের কোন স্মৃতিফলক কিংবা তাদের কবর গুলি সংরক্ষণ করা হয়নি৷

১২ শহীদের পরিবার গুলোর স্বাধীনতার ৪১ বৎসরে ও তাদের খবর নেননি কেউ কিভাবে তারা পরিবারের কর্তা হারিয়ে সমাজে টিকে আছেন।

শহীদ পরিবার গুলোর জীবন দর্শায় করুন মানবতায় জীবন যাপন করছে৷ কারো বাবা হারিয়েছে,ভাই হারিয়েছে,আবার কেউ স্বামী হারানোর যন্ত্রনা নিয়ে বেঁচে আছে, শুধু তাদের দেখার মত মানুষ নাই৷ শুধু তাই নয় শহীদ অহিদ উল্লাহ কেরানী বাড়ীর সামনে একটা ব্রীজের বিশেষ প্রয়োজন ছিল কিন্তু দুঃখের বিষয় বছরের পর বছর তারা পরিবারের কর্তা হারিয়ে এক অসহায়ত্ব নিয়ে বসবাস করছেন, তাদের পরিবার গুলো কোন রকম বেঁচে আছেন। কারো কোন সহযোগিতা কিংবা মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি পায় নি।

একই বিষয়ে উক্ত এলাকার প্রবাসী স্বপন ভূঁইয়া ফেইসবুকে লিখেছেন: বিনীত ভাবে অনুরোধ করছি, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও জনাবা মিতু মরিয়ম আপনার সুদৃর্ষ্টি সুষ্ট ব্যবস্থাপনায় সরজমিনে তদন্তের ব্যবস্থার অনুরোধ করছি৷ রাজা চাপিতলা শহীদ অহিদ উল্লাহ কেরানী সহ তাদের নাম গুলো তুলে ধরলামঃ

১| শহীদ অহীদ উল্লাহ কেরানী
২| আব্দুল গফুর(শিশু মেম্বারের বাবা)
৩| সুলতান (ছাইদুল এর বাবা)
৪|সুন্দর আলী(ছাইদুল এর শশুর)
৫| হারুন(ছাইদুল এর ভাই)
৬| জব্বার আলী(উঃ বাড়ী)
৭| তাজূল ইসলাম (দঃ বাড়ী)
৮| হাফিজ উদ্দীন (দঃবাড়ী)
এবং দঃ বাড়িতে শহীদ নাম না জানা কাজের লোক আরো তিন জন তাদের ঋণ কোনদিন শোধ হবে না৷আল্লাহ যেন সকল শহীদের কে জান্নাত বাসী করেন৷ সবার সহযোগীতা কামনা করছি।(হুবহু তার প্রোফাইল হতে সংগ্রহিত)

এই অবস্থায় মুক্তিযোদ্ধা পরিবার গুলো ও এলাকাবাসী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সাহায্য কামনা করছেন।

কাল্পনিক ছবি

বাংলাদেশ সময়: ১৩:২২:৪১   ২২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ