আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে রকেট হামলা, নিহত অন্তত ৮ জন

Home Page » ক্রিকেট » আফগানিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে রকেট হামলা, নিহত অন্তত ৮ জন
শনিবার, ১৯ মে ২০১৮



 

ছবি:ইন্টারনেট থেকে  বঙ্গ-নিউজ: আফগানিস্তানের জালালাবাদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ রকেট হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ মে) রাতে চালানো হামলায় আরও ৪৩ জন আহত হয়েছেন।

কাউন্সিলর সোহরাব সাংবাদিকদের জানান, জালালাবাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই ফুটবল মাঠে রমজানে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উগ্রবাদীরা এ হামলা করে থাকতে পারে।

তিনি আরও বলেন, হামলাকারীরা প্রথমে রকেট লাঞ্চারের মাধ্যমে পরপর দুটি বোমা ছোড়ে স্টেডিয়ামটিতে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ওই প্রাদেশিক কাউন্সিলর।

প্রত্যক্ষদর্শী খেলোয়াড় জানান, পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে স্টেডিয়ামে। এতে ঘটনাস্থলেই আটজন মারা যান এবং ৪৩ জন আহত হন। তবে এখন পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।

 

বাংলাদেশ সময়: ১১:০৩:০৫   ৬০২ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ