বিদেশি সংস্কৃতি প্রতিহত করতে হবে : শিল্পমন্ত্রী

Home Page » জাতীয় » বিদেশি সংস্কৃতি প্রতিহত করতে হবে : শিল্পমন্ত্রী
শুক্রবার, ১৮ মে ২০১৮



ফাইলে ছবি

বঙ্গ-নিউজঃ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু - সমকাল

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে মাদক এবং টেলিভিশনের মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির প্রসার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার ষড়যন্ত্র। এ জন্য বিদেশি শিক্ষায় আকৃষ্ট না হয়ে জাতীয় সংস্কৃতিকে ধারণ করতে হবে। বিদেশি সংস্কৃতিকে প্রতিহত করতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুক্রবার ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, এদেশের সংস্কৃতি পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে ভালো ও মর্যাদাশীল। আমাদের সংস্কৃতিতে অশালীন কিছু নেই, যেটা বিদেশি সংস্কৃতিতে রয়েছে। নিজস্ব সামাজিক ব্যবস্থার সঙ্গে উন্নত দেশের সামাজিক ব্যবস্থার আকাশ-পাতাল ব্যবধান বলেও মন্তব্য করেন তিনি।

সরকার একটি পরিপূর্ণ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ড. কুদরত-ই-খুদার নেতৃত্বে বঙ্গবন্ধু একটি শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন। ১৯৭৫ সালের শোকাবহ ১৫ আগস্টের পর তা বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে ২০১০ সালে প্রণীত শিক্ষানীতির কারণে মাদ্রাসা শিক্ষা বন্ধ হওয়া যাবে বলে অনেকে মন্তব্য করেছিলেন; কিন্তু তা হয়নি। বরং মাদ্রাসা শিক্ষিতরা এখন আলেম হওয়ার পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলীসহ অন্যান্য পেশায়ও যাওয়ার সুযোগ পাচ্ছেন।

আমু বলেন, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে দেশে শিক্ষার হার ৪৭ ভাগ থেকে ৭৭ ভাগে উত্তীর্ণ করেছে। নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অবৈতনিক পড়ার সুযোগ পাচ্ছে।

ডিআরইউর সদস্য সন্তানদের মধ্য থেকে পিইসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৪ জন, জেএসসিতে ৩০ জন এবং একজন কুরআনে হাফেজসহ মোট ৬৫ কৃতী শিক্ষার্থীকে এবার সম্মাননা দেওয়া হয়েছে। তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, ডিআরইউর সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ প্রমুখ। এ সময় কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৪:৪৮   ৫৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ