অা‌মি রব দে‌শে - এ কে এম সিরাজুল ইসলাম

Home Page » সাহিত্য » অা‌মি রব দে‌শে - এ কে এম সিরাজুল ইসলাম
বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮



 ফাইল ছবি

অা‌মি থাক‌বো দে‌শে
যাব নিজ গন্ত‌ব্যে
যাবনা তার কা‌ছে
‌সে যে অামার শত্রু
অামার হা‌রি‌য়ে যাওয়া শত্রু, মহাশত্রু
অা‌মি ব‌সে থাকার মানুষ নই, গা ভা‌সি‌য়ে চল‌তে শি‌খে‌নি
স্বাগতম দেবী, সুস্বাগতম
‌বিক্ষুব্ধ অা‌মি নই, প্রেতকায়াও নই,
অা‌মি সমাধি স্থ‌লে এখনই যে‌তে চাইনা,
গৃহ‌কো‌নে প‌ড়ে থাক‌তে চাইনা
‌বিশ্বভ্রমা‌ন্ডের সব‌কিছু দেখ‌তে চাই
‌দে‌খে যে‌তে চাই বিশ্বাসঘাতক‌দের,
তার সমা‌ধি দে‌খে যে‌তে চাই।
নরককু‌ন্ডে পাষন্ডদের দে‌খে যে‌তে চাই।
অস্পৃষ্য,ঘৃ‌নিত ছায়া
অামায় তাড়া ক‌রে বেড়া‌চ্ছে,
‌দিন নেই, রাত নেই
সর্বক্ষণ,
‌প্রেতাত্মারা চার‌দিক ছে‌য়ে অা‌ছে,
ঘুম অা‌সেনা চো‌খে
শুধুই চিন্তা যে সমা‌ধি হ‌বে, না চিতায় জ্বল‌বে।
কাব্য সে‌তো দুর্ভাগারা, প্রে‌মি‌কেরা লি‌খে,
তারা লিখার উপকরণ খোঁ‌জে নেয় তারই মা‌ঝে।
‌বিদায় বেলায় কিইবা থাক‌বে,
‌নিথর জীব‌নে কে চুমু খা‌বে, অা‌লিঙ্ঘন কর‌বে,
ঐ‌দিন তো অার ফি‌রে অাস‌বেনা
‌মৌমা‌ছিরা দ‌লে বিড়বেনা,
‌মৌমা‌ছিরা মধু খে‌তে খে‌তে অামায় নিঃ‌শেষ ক‌রে দি‌য়ে‌ছে।
অাকাঙ্খা সে‌তো শেষ, ক্ষয় হ‌তে হ‌তে সবই নিরু‌দ্বেশ,
মধু অাহর‌ণের দিন ও শেষ,
হা‌রি‌য়ে যাওয়া মধুর স্মৃ‌তি অমরত্ব পা‌বে না‌কো
সব স্মৃ‌তি হ‌বে নিরু‌দ্বেশ।

এ কে এম সিরাজুল ইসলাম

বাংলাদেশ সময়: ২:১৮:১৩   ৭৮৯ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ