আজ সকালেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. মাহাথির মোহাম্মদ

Home Page » জাতীয় » আজ সকালেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. মাহাথির মোহাম্মদ
বৃহস্পতিবার, ১০ মে ২০১৮



 

 

ছবি:ইন্টারনেট থেকে 

বঙ্গ-নিউজ: বিস্ময় সৃষ্টি করে আজ বৃহস্পতিবার (১০ মে) সকালেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার এ খবর দিয়েছে।

সংক্ষিপ্ত ওই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে। বুধবারের (৯ মে) নির্বাচনে মালয়েশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করে তিনিই প্রথমবারের মতো ৬১ বছর ক্ষমতায় থাকা বারিশান ন্যাশনালকে পরাজিত করেন।

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বুধবার (৯ মে) স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান ১২৬ আসনে এবং দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৮৮ আসনে জয় পেয়েছে। এখন নতুন সরকার গঠনের অপেক্ষায় সাবেক ওই প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হয়। প্রথমদিকে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়।

দেশটির পূর্বাঞ্চলের সারাওয়াক প্রদেশে ক্ষমতাসীন দলের দুই মন্ত্রী হেরে গেছেন। মালয় অধ্যুষিত ওই অঞ্চলে চীনা ও ভারতীয় দুটি দলের প্রধান তাদের নিজ আসনে পরাজিত হয়েছেন।

এর ফলে তার নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারাপান নতুন সরকার গঠন করতে চলেছে। রাজপ্রাসাদ থেকে তাকে সে স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহাথির।

বাংলাদেশ সময়: ৯:৪৮:১৫   ৫২১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ