শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’- উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » অর্থ ও বানিজ্য » শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’- উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার, ৭ মে ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  ২৫ মে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই সফরে দুজনের আলাদা করে বৈঠক হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ওই দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী। ওই দিন শান্তিনিকেতনেই ‘বাংলাদেশ ভবন’-এরও উদ্বোধন করতে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্বভারতী সূত্রে খবর, সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পরে বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানিয়েছেন, বিশ্বভারতীর সমাবর্তনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হবে।

জানা গেছে, ২৫ মে তারিখে কলকাতায় এসে শান্তিনিকেতন যাবেন শেখ হাসিনা। পরের দিন যাবেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে সাম্মানিক ডি. লিট দেওয়া হবে।

দুই দেশের প্রধানমন্ত্রীর শান্তিনিকেতনে দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তাদের আলাদা বৈঠক হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস সূত্রে জানা গেছে, শান্তিনিকেতনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের সূচি দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বাংলাদেশ ভবনের উদ্বোধন ছাড়াও তিনি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানেও থাকবেন কি না, সে বিষয়ে জানানোর পরই প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সূচি ঠিক হবে।

এদিকে দিল্লির সাউথ ব্লক সূত্রে জানা গেছে, বিস্তারিত সূচি জানার পরই ঠিক হতে পারে শান্তিনিকেতনে আলাদা করে দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সময় বের করা যাবে কি, যাবে না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল অবশ্য মনে করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সমাবর্তনে যোগ দিতে শান্তিনিকেতনে যান, সেক্ষেত্রে তার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও হতে পারে।

বাংলাদেশ সময়: ৬:৩৭:৩৭   ১৩৮৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ