ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো বাবাও

Home Page » প্রথমপাতা » ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো বাবাও
বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮



ফাইলে ছবিবঙ্গ-নিউজঃ বন্ধুদের সঙ্গে বাসার পাশের রাস্তায় ক্রিকেট খেলছিল সাত বছরের শিশু আরমান। খেলার সময় বলটি দুই বাড়ির মাঝখানে ফাঁকা গলিতে জমে থাকা পানিতে পড়ে যায়। আর সেটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরমান। খবর পেয়ে ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা আবদুল হান্নানও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, অনেক আগেই বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, যাত্রাবাড়ীর শেখদীর পশ্চিমপাড়ার মুক্তিযোদ্ধা গলির রাজ্জাকের টিনশেডে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন রডমিস্ত্রি আবদুল হান্নান। গতকাল দুপুরে আরমান তার সমবয়সী বন্ধুদের সঙ্গে বাসার পাশের রাস্তায় ক্রিকেট খেলছিল। বলটি দুই বাড়ির মাঝখানের গলিতে গিয়ে পড়ে। সেখানে জমে থাকা বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার পড়ে বিদ্যুতায়িত হয়ে ছিল। আরমান পানিতে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁপতে থাকে। বিষয়টি দেখে তার এক খেলার সাথি দ্রুত হান্নানকে খবর দেয়। তিনি ছুটে গিয়ে ছেলেকে উদ্ধারের চেষ্টা করেন। পানিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পর প্রতিবেশীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাবা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান গতকাল সন্ধ্যায় সমকালকে বলেন, ঘটনা শোনার পর তিনি পুলিশ পাঠিয়েছেন। কার গাফিলতিতে পানিতে বিদ্যুতের তার পড়ে বিদ্যুতায়িত হয়েছিল, সেটি দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৫৮   ৬০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ