দক্ষিণ বংশীকুন্ডায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত

Home Page » বিবিধ » দক্ষিণ বংশীকুন্ডায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত
রবিবার, ১৫ এপ্রিল ২০১৮



আল-আমিন আহমেদ সালমান,স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর খেলার মাঠে আজ রবিবার বিকেল ৩.০০ টার দিকে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়।এতে ইউনিয়নের সর্বস্থরের জনতা যোগ দেয়।জানা যায় বিগত ৪/৫ বছর ধরেই এই  মাঠে অত্যন্ত সুনামের সাথে স্থানীয় ভাষায় আড়ং খ্যাত ষাঁড়ের লড়াইটি অনুষ্ঠিত হয়ে আসছে।বরাবরের মত এবারো একটি বিশেষ কমিটির মাধ্যমে আড়ংটি অনুষ্ঠিত হয়।আজকের আড়ং পরিচালনাকারী কমিটিতে ছিলেন-সভাপতি মোঃদিলোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,সার্বিক সহযোগিতায় লেলিন সরকার ও মোঃ আজিজুল হক।

আড়ং এ রংচী গ্রামের মোঃ আব্দুর রাজ্জ্বাকের ষাঁড় প্রথম স্থান অধিকার করে,দ্বিতীয় স্থান অধিকার করে নিশ্চিন্তপূর গ্রামের  নিখিল চন্দ্র সরকারের ষাঁড়,  তৃতীয় স্থান অধিকার করে নিশ্চিন্তপুর গ্রামের মোঃ রুমালি মিয়ার ষাঁড়,চতুর্থ স্থান অধিকার করে নিশ্চিন্তপুর গ্রামের হিমাংশু চন্দ্র তালুকদারের ষাঁড়।
পুরস্কারের মধ্যে ছিল-১ম পুরস্কার ছাতা,দ্বিতীয় পুরস্কার জগ,তৃতীয় পুরস্কার বালতি ও ৪র্থ পুরস্কার মগ।

জানতে চাইলে হাওর,সাহিত্য উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন- “আসলে ষাঁড়ের লড়াই গ্রাম-বাংলা তথা হাওর পাড়ের একটি ঐতিহ্যবাহী আনন্দ উৎসব যার মাধ্যমে যুগ যুগ ধরে হাওরবাসী পরমানন্দে মেতে উঠে।এর মধ্য দিয়ে আমরা শৈশবকে সহজেই স্মরণ করতে পারি।”

পরে পুরস্কার বিতরণ এবং সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২২:১৪   ৭৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ