নববর্ষ উদযাপনে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ

Home Page » জাতীয় » নববর্ষ উদযাপনে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ
বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: বাংলা নববর্ষ-১৪২৫ বরণে পহেলা বৈশাখে রাজধানীজুড়ে নানা আয়োজন করবে উৎসব প্রিয় বাঙালি। বরাবরের মতোই তারুণ্যের ঢল নামবে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোটা এলাকায়। এসব এলাকায় জনসাধারণের বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পহেলা বৈশাখের উৎসব নির্বিঘ্ন করতে যেসব সড়কে যানচলাচল বন্ধ থাকবে সেগুলো হল- বাংলা মোটর থেকে রূপসী বাংলা হোটেল, শাহবাগ থেকে টিএসসি ও দোয়েল চত্বর, রূপসী বাংলা থেকে কাকরাইল, মৎস্য ভবন থেকে কদম ফোয়ারা, শাহবাগ থেকে কাঁটাবন, পলাশী থেকে শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়, বকশী বাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

উপরোক্ত সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকলেও বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যাবে- উপরোক্ত সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকলেও চালু থাকবে মিরপুর রোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মৌচাক-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-পল্টন-মতিঝিল পর্যন্ত রাস্তা।

বর্ষবরণ অনুষ্ঠানে আসা যানবাহনগুলো যেসব স্থানে পার্কিং করবে- রমনা-সোহরাওয়ার্দী-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসব আয়োজনস্থলে যারা যোগ দিতে আসবেন, তারা গাড়ি পার্কিং করতে পারবেন হলি ফ্যামিলি হাসপাতাল রোড, পুরাতন এলিফ্যান্ট রোড, আব্দুল গণি রোড, কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া, মৎস্য ভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমির গলি (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ), সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িসমূহ), কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত এলাকায়।ছবি সংগৃহীত

এসব নির্দেশনার পাশাপাশি রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার জন্যও পথ বাতলে দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবারই ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ নির্দেশনা দেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি জানান, রমনা পার্ক এলাকায় প্রবেশের ক্ষেত্রে- রমনা রেস্তোরাঁ গেট, অস্তাচল গেট, অরুণোদয় গেট, শ্যামলীমা গেট, স্টার গেট ও নতুন গেট ব্যবহার করা যাবে। রমনা পার্ক থেকে বের হতে হলে- উত্তরায়ন গেট ও বৈশাখী গেট ব্যবহার করা যাবে। প্রবেশের নির্ধারিত সময় শেষের পর রমনা পার্কের সব গেট বাহির হওয়ার গেইট হিসেবে ব্যবহার করা যাবে।

সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রবেশের ক্ষেত্রে- শিখা চিরন্তন গেট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও তিন নেতার মাজার সংলগ্ন গেট ব্যবহার করতে হবে। বের হতে হলে- কালী মন্দির গেট ও আইইবি গেট ব্যবহার করতে হবে। এছাড়া টিএসসি গেট ও ছবির হাট গেট বন্ধ থাকবে। নববর্ষের দিন বিকেল পাঁচটার পর সব গেট বাহির হওয়ার গেট হিসেবে ব্যবহৃত হবে।

বাংলাদেশ সময়: ২১:৩২:০০   ১৩০৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ