মধ্যরাতেও ঢাবিতে শিক্ষার্থীদের উপরে পুলিশ সংঘর্ষ, গুলি লাঠিপেটা কাঁদানে গ্যাস

Home Page » আজকের সকল পত্রিকা » মধ্যরাতেও ঢাবিতে শিক্ষার্থীদের উপরে পুলিশ সংঘর্ষ, গুলি লাঠিপেটা কাঁদানে গ্যাস
সোমবার, ৯ এপ্রিল ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটাতে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল এবং পরে গুলিতে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে পুলিশের সদস্যও রয়েছেন।

(রাত সাড়ে ১১টা) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছিল। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ মুহুর্মুহু কাঁদানে গ্যাস ছোড়ে। ক্যাম্পাসে ঢুকে পুলিশের হামলার প্রতিবাদ জানাতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে। তারা চারুকলা থেকে টিএসএসসি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেন।

এদিকে আন্দোলনকারীরা দাবি করছেন, শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আর পুলিশ বলছে, তারা ৯ জনকে আটক করেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শাহবাগ থেকে তাড়িয়ে দিয়ে পুলিশ ক্যাম্পাসে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে। গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। পুলিশের হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন। তারা এর বিচার দাবি করে বলছেন, অন্যথায় তারা ফিরে যাবেন না।

রাত সাড়ে ১০টার দিকে রাবার বুলেটে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমিত (তৃতীয় বর্ষ) নামের একজন শিক্ষার্থী। এর আগে আরও একজনের চোখে গুলি লাগে। তার নাম-পরিচয় জানা যায়নি।

রাবার বুলেটে আহত একজনকে হাসপাতালে নেয়া হচ্ছে

ঢাবি প্রতিনিধি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে ১১ জনের নাম জানতে পেরেছেন তিনি। তারা হলেন সূর্যসেন হলের রাফি আলামিন (২৫), আকরাম হোসেন (২৬), বঙ্গবন্ধু হলের আবু বকর সিদ্দিক (২২), বিজয় ৭১ হলের মাহিন (২২), আসলাম (২২); জসীম উদ্দীন হলের মো. রফিক (২৪), শহীদ জিয়া হলের মাহফুজুর রহমান (২৭), রাজ (২৪), সোহেল (২৪), জহিরুল হক হলের ওমর ফারুক (২৫) ও খোরশেদ আলম (২৭)।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ইদ্রিস আলী  জানান, পুলিশ নয়জনকে আটক করেছে। তবে তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কোটা সংস্কার আন্দোলনের মুখপাত্র হাসান আল মামুন জানান, পুলিশ তাদের ১০০ জনের মতো সহপাঠীকে আটক করেছে।

রবিবার বিকাল তিনটা ২৫ মিনিট থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শাহবাগ মোড় অবরোধের কারণে সন্নিহিত বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে বললে তারা জানায় সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া তারা সরবেন না।

রাত পৌনে আটটার দিকে পুলিশ লাটিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। ছত্রভঙ্গ শিক্ষার্থীরা ঢাবির টিএসসি কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, রাতে পুলিশ ক্যাম্পাসে ঢুকে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে।

বাংলাদেশ সময়: ০:৩৮:৪৮   ৬৭৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ