হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এবার তথ্য চুরির অভিযোগ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এবার তথ্য চুরির অভিযোগ
রবিবার, ৮ এপ্রিল ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর এবার মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ পাওয়া গেল। অভিযোগ উঠেছে ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেরও তথ্য ফাঁস হয়ে যাচ্ছে! এন্ড টু এন্ড এনক্রিপশনের ‘জটিল’ কোড ভেঙে নাকি ইউজারদের তথ্য জানতে সক্ষম হয়েছে চ্যাটওয়াচ নামের এক বিশেষ অ্যাপ। সম্প্রতি এরকমই খবর প্রকাশ্যে এসেছিল। প্রশ্ন উঠেছিল ‘হোয়াটসঅ্যাপ’-এর তথ্য সুরক্ষা নিয়ে। শনিবার এই প্রসঙ্গে মুখ খুলে তথ্য ফাঁসের অভিযোগ উড়িয়ে দিল হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ-এর দাবি, তথ্য ফাঁস নিয়ে চ্যাটওয়াচ নামে যে অ্যাপের প্রসঙ্গ উঠে এসেছে, তা ঠিক নয়। ব্যবহারকারীদের খুব সামান্য তথ্য হোয়াটসঅ্যাপ সংগ্রহ করে থাকে। কারণ হোয়াটসঅ্যাপ-এর প্রতিটি মেসেজ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ অর্থাৎ সুরক্ষিত।

হোয়াটসঅ্যাপেরও মালিকানা ফেসবুকের। ২০১৪ সালে এই মালিকানা হস্তান্তর হয়। বর্তমানে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ১০০ কোটির বেশি।

ফেসবুকের তথ্য ফাঁস নিয়ে এখন তোলপাড় গোটা দুনিয়া। ঠিক তখনই প্রশ্ন উঠতে শুরু করে হোয়াটসঅ্যাপের তথ্য সুরক্ষা নিয়ে।

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়, চ্যাটওয়াচ নামে একটি অ্যাপের মাধ্যমে গোপনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথাবার্তায় আড়ি পাতা হচ্ছে। ওই অ্যাপের সাহায্যে হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে উঁকি মারতে পারবেন যে কেউ। কে কতক্ষণ কার সঙ্গে কথা বলছেন, বা সাধারণত কতটা সময় সে হোয়াটস অ্যাপ করেন, তা-ও জেনে ফেলা যাবে সহজেই।

এমনকী ওই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কখন ঘুমতে যান বা ক’টার সময় ঘুম থেকে ওঠেন, তা-ও নাকি জেনে দিতে পারে অ্যাপটি। অনলাইন হোক কিংবা অফলাইন, প্রযুক্তির ফাঁক গলে ঠিক সেঁধিয়ে পড়ছে চ্যাটওয়াচ। এর পরই হোয়াটসঅ্যাপ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল বিশ্বজুড়ে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৭   ৬১২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ