হাওরে কালচারাল অডিটোরিয়াম ও হাওর পুলিশ প্রতিষ্ঠার দাবি হাপাধা’র

Home Page » অর্থ ও বানিজ্য » হাওরে কালচারাল অডিটোরিয়াম ও হাওর পুলিশ প্রতিষ্ঠার দাবি হাপাধা’র
রবিবার, ৮ এপ্রিল ২০১৮



হাওর অডিটোরিয়াম ও হাওর পুলিশআল-আমিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজ স্টাফ রিপোর্টার:- আজ রবিবার(৮ই এপ্রিল) বাংলাদেশের ৭ টি হাওর জেলাতে হাওরের হাওরের জীব বৈচিত্র্য রক্ষার জন্য হাওর পুলিশ গঠন করা ও হাওরের নিজস্ব সংস্কৃতির চর্চা কেন্দ্র হিসেবে হাওর অডিটোরিয়াম গঠনের দাবি জানিয়েছে হাওর পারের ধামাইল(হাপাধা) বাংলাদেশ।

সিলেটের জিন্দাবাজার হাপাধা অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি সজল কান্তি সরকার এ দাবী জানান, তিনি বলেন একথা অনস্বীকার্য যে সরকারের একান্ত সদিচ্ছা আন্তরিকতা থাকা স্বত্বেও টাংগুয়ার হাওড় আজও সুরক্ষিত নয়, পাঠকগন এ  কথা একবাক্যে বিশ্বাস না করে দয়া করে একবার ঘুরে আসলেই দেখতে পারবেন,  কি বেহাল দশা এই টাংগুয়ার? শ্রীহীন টাংগুয়া - বস্ত্রহীন টাংগুয়া নিরাবরণ টাংগুয়া মৃতপ্রায় ডেড -লেক - এ পরিনত হতে চলছে এই মিঠাপানির এক অনন্য আধার হাজার প্রজাপতির জীব নিয়ে গড়ে উঠা প্রাকৃতিক অনন্য এক যাদুঘর।  শুধু টাংগুয়া কেন?  ভাটির প্রত্যেকটি হাওড়ের ই রয়েছে তার নিজস্ব বৈশিষ্ট্য তার নিজস্ব রূপ, ” কেহ কারে নাহি হারে সমানে সমান ” কিন্তু অত্যন্ত দুখের বিষয় এই যে - কোন হাওরই এখন আর স্বাভাবিক অবস্থায় নেই সবগুলোই এখন বিপন্ন - মৃতপ্রায়। এই বিপন্ন মৃতপ্রায় হাওড় গুলো রক্ষা জন্য চাই হাওড় পুলিশ, কেন নয়? বন রক্ষায় যদি বন পুলিশ থাকতে পারে, ইন্ড্রাস্টি রক্ষায় ইন্ড্রাস্টি পুলিশ, টুরিষ্ট রক্ষায় টুরিস্ট পুলিশ, হাইওয়ে রক্ষায় হাইওয়ে পুলিশ তবে হাওড় রক্ষায় কেন হাওড় পুলিশ নয়, ভাটির জনগণের দুর্দিন এর পরম বান্ধব বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি আমাদের ভাঁটির সন্তান আমাদের বিপদের দিনে যিনি সর্বাগ্রে পাশে এসে দাঁড়াবেন। তাঁর নিকট আমাদের আকুল আবেদন রইল আমাদের এই বিপন্ন হাওরগুলোকে ও হাওরপারে বসবাসরত জনগণকে হাওরপারে টিকিয়ে রাখার জন্য হাওড় পুলিশ গঠনের নতুবা আপনার আমার প্রিয় হাওর থাকবে ঠিকই কিন্তু থাকবেনা হাওরের জীববৈচিত্র্য,  থাকবেনা হাওরপারের এই  মানুষগুলো। কেউবা হবে শহরে বস্তিবাসী নতুবা জীবিকার টানে হাওরে ভাষমান কচুরিপানার মত পাড়ি জমাবে অজানা গন্তব্যে।অপরদিকে হাওর যেহেতু সংস্কৃতির সুতিকাগার এবং হাওরেই জন্ম নিয়েছেন অখ্যাত - বিখ্যাত নাম জানা অজানা হাজারো বাউল - রাধারমণ, হাছনরাজা, আব্দুল করিম আরো কত গুনিজন সাংস্কৃতিক কর্মী  হাওরই সংস্কৃতির রাজধানী কিন্তু অত্যন্ত দূঃখের বিষয় হাওরে সংস্কৃতি চর্চার জন্য বা কোন নিদৃষ্ট স্থান নেই কোন অনুষ্ঠান আয়োজনের মত কোন নিরাপদ জায়গা দেখা গেল অনেক. কষ্ট করে অনেক কাঠখড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হল সবই চুড়ান্ত কিন্তু  বিধি বাম শুরু হয়েগেল বৃষ্টি তখন সব আয়োজন ই ভন্ডুল সব গুটিয়ে কচ্চব যেমন বিপদের সময় তার হাত পা খোলসের মধ্যে ঢুকিয়ে শুধু নাকের অগ্রভাগ সামান্য বের করে বসে থাকে তখন আমাদের ও হয় ঐ একই অবস্থা আর একটি কথা ওস্তাদ ছাড়া যেমন কোন শিল্পী ই পূর্ণতা লাভ করতে পারে না তেমনি শহরের গ্রামের শিল্পির সমন্বয় ব্যতিত  সমৃদ্ধ সাংস্কৃতিক সমাজ গড়ে উঠতে পারেনা আর এই শিল্পী সমাজের  মিলন মেলার জন্য চাই একটি মিলন কেন্দ্র,  একটি হাওর অডিটোরিয়াম, হাওরবাসীর এই প্রাণের দাবী বতর্মান সরকারের  মাধ্যমেই পূরণ হবে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ২২:৩১:২১   ১১৬০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ