বাংলার হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্ঠান এক কাতারে দাড়িয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আমরা লড়াই করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি - নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

Home Page » প্রথমপাতা » বাংলার হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্ঠান এক কাতারে দাড়িয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আমরা লড়াই করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি - নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান
রবিবার, ৮ এপ্রিল ২০১৮



বাংলার হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্ঠান এক কাতারে দাড়িয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আমরা লড়াই করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি - নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

এস এম শাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গায় আজিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এখানে আসতে পেরে কাজী জাফরউল্লাহকে কৃতজ্ঞ ধন্যবাদ ও সালাম জানাই। তিনি বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ সাল, ৭ই মার্চে বঙ্গবন্ধু আহ্বান জানিয়ে ছিলেন বাঙ্গালী জাতিকে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, তিনি (বঙ্গবন্ধু) পাকিস্তানি সেনাদের ধমক দিয়ে বলেছিলেন তোমরা আমার ভাই তোমরা ব্যারাকে থাক তোমাদেও কেউ কিছু বলবেনা, কিন্তু আমার বুকের উপরে গুলি করার চেষ্টা করো না, ভালো হবে না। তিনি আরও বলেন, বাংলার হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্ঠান এক কাতারে দাড়িয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আমরা লড়াই করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম হক বাবু, এ্যাড. সায়েদীদ গামাল লিপু, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলালীগ নেত্রী আইভি মাসুদ, ভাঙ্গা পৌর সভার মেয়র আবু ফয়েজ মো: রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন মিলন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, মহিলা লীগের সভাপতি নাজমুন নাহার সিমা প্রমূখ। কাজী জাফরউল্লাহ’র সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান কাফী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, আওয়ামীলীগ নেতা সৈয়দ তালাশ বুখারী প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৪১   ৭৩৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ