লালমনিরহাটে কুকুরের কামড়ের প্রতিশোধ শিক্ষকের উপর আক্রমণ

Home Page » আজকের সকল পত্রিকা » লালমনিরহাটে কুকুরের কামড়ের প্রতিশোধ শিক্ষকের উপর আক্রমণ
মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮



 আহত ওই স্কুল শিক্ষক

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কুকুরের কামড়ের প্রতিশোধ নিতে গিয়ে কুকুরের মালিক স্কুল শিক্ষক অমলেন্দু বর্মণ রতনের পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২রা এপ্রিল) দুপুরে আহত ওই স্কুল শিক্ষককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সকালে ওই স্কুল শিক্ষকের একটি কুকুর তার প্রতিবেশী আব্দুল মান্নানকে আক্রমণ করেন। এ ঘটনার পর আব্দুল মান্নানের পুত্র ফরহাদ হোসেন কুকুরের মালিক ওই স্কুল শিক্ষকের ওপর হামলা চালায়। হামলায় স্কুল শিক্ষকের পা ভেঙে গেছে।

আহত শিক্ষক অমলেন্দু বর্মণ রতন জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বর গ্রামের কল্পনাথের পুত্র ও মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, স্কুল শিক্ষক অমলেন্দু বর্মণের বাড়ির একটি কুকুর সোমবার সকালে প্রতিবেশী আব্দুল মান্নানকে আক্রমণ করে। বিষয়টি জানতে পেরে মান্নানের ছেলে ফরহাদ হোসেন প্রতিশোধ নিতে কুকুর মালিক স্কুল শিক্ষক অমলেন্দু বর্মণের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে ধানক্ষেতে কাজে থাকা অমলেন্দুর ওপর হামলা চালায়। এতে ওই শিক্ষকের পা ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট
সদর হাসপাতালে ভর্তি করান।

আহত শিক্ষক অমলেন্দু বর্মণ জানান, কাজে ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ ফরহাদ এসে কিছু বুঝে উঠার আগেই লাঠি দিয়ে মারপিট শুরু করে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তানিয়া তাসনিম মুনমুন জানান, ওই শিক্ষকের পায়ের হাড়ে চিড় ধরেছে। চিকিৎসা চলছে সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:০৯   ৭২২ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ