`বাংলাদেশের মিডিয়ার প্রবণতা হচ্ছে মূল জায়গায় না যাওয়া’ :ফখরুল

Home Page » এক্সক্লুসিভ » `বাংলাদেশের মিডিয়ার প্রবণতা হচ্ছে মূল জায়গায় না যাওয়া’ :ফখরুল
রবিবার, ১ এপ্রিল ২০১৮



 

ছবি সংগৃহীত বঙ্গ-নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি রাজধানীতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেছিলেন, সিনিয়র নেতারা দল ছাড়তে পারেন। কিন্তু মাঠের নেতাকর্মীরা কোনোদিনও দল ছাড়বে না।

আজ ফখরুলের কাছে এমন বক্তব্যের মানে জানতে চেয়েছিলেন একজন গণমাধ্যম কর্মী। এরপর তিনি বিরক্তি প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘রাজনীতির মাঠে রাজনৈতিক নেতারা অনেক কথাই বলেন। বাংলাদেশের মিডিয়ার একটি প্রবণতা রয়েছে, তারা মূল জায়গায় না গিয়ে এসব বিষয় খুঁজে বেড়ায়। আর আজকে আমাদের মূল বিষয় দেশে গণতন্ত্র নাই।’

খালেদা জিয়াকে আন্দোলনের মধ্য দিয়েই মুক্ত করার প্রত্যয়ের কথা বলেন ফখরুল। তিনি বলেন, ‘আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ।’

‘গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ সরকারের যে নীল-নকশা এবং নীল প্রচেষ্টা করছে, সেটাও আমরা পরাস্ত করতে সক্ষম হব।’

‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না’ তা আজ বিকালে যৌথসভার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে মিডিয়ার আরও বেশি জানা দরকার বলে মনে করেন দলটির মহাসচিব। তিনি বলেন, ‘বিএনপি এ বিষয়ে বক্তব্য দিয়েছে। জাতি জেনেছে কী হচ্ছে।’

‘নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার’ গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক অধিকার আমাদের সংবিধান ও নির্বাচন কমিশনের বিভিন্ন আরপিওর মধ্যে সীমাবদ্ধ। এটা সব রাজনৈতিক দলের জন্য। কিন্তু তারা (আওয়ামী লীগ) সরকারি টাকা খরচ করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। কিন্তু অন্য কাউকে কোনো সুযোগ দেয়া হচ্ছে না, এটা মেনে নেয়া যায় না।’

‘বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি’ সারাদেশে কয়েকদিন ধরে চলবে বলেও জানান ফখরুল। এরপরে তারা অন্যান্য কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৩৫   ৪৮৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ