`গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী’-ন্যাপ

Home Page » অর্থ ও বানিজ্য » `গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী’-ন্যাপ
রবিবার, ১ এপ্রিল ২০১৮



 

ছবি সংগৃহীত বঙ্গ-নিউজ: গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়ে বলেন, ‘জনগণকে জিম্মি করে বেপরোয়া লুটপাটের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলপি গ্যাসের সঙ্গে সমতা আনার লক্ষ্যে তথাকথিত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে এলপিজির বাজার তৈরি হবে। এর ফলে সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী লাভবান হবে।’

শনিবার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জনস্বার্থ বিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এক বছরের মাথায় আবারও গ্যাসের দাম বৃদ্ধির ফলে প্রতিযোগীতাহীন বাজারে কিছু মুখচেনা ব্যক্তি মুনাফা গুনবে। আর জনগণ শোষিত হবে। সরকার ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা পাইয়ে দিতে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির আয়োজন করেছে।’

‘রাজস্ব আদায়ের এ পথ জনগণ মানবে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘গ্যাস কোম্পানিগুলোর মোটা অংকের মুনাফার পরও বছর না ঘুরতেই গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত জনবিরোধী। গ্যাস খাতে সরকারের কোনো লোকসান নেই বরং মোটা অংকের মুনাফা করছে। তারপরও কেন গ্যাসের দাম বাড়ানো হল? উদ্দেশ্য হচ্ছে- লুটপাট, সরকারি দল ও ক্ষমতাসীনদের স্বজনদের পকেট ভারি করা।’

দলের ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এম এন শাওন সাদেকীর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে এতে বক্তব্য রাখেন- লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, লেবার পার্টি ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম, নরসিংদী জেলা সমন্বয়কারী এখলাছুল হক, যুব মিশন সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮:৪৬:২৩   ৩৮৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ