চিকিৎসকদের ভুল চিকিৎসার ব্যাপারে সর্তক থাকতে বলেছেন রাষ্ট্রপতি

Home Page » জাতীয় » চিকিৎসকদের ভুল চিকিৎসার ব্যাপারে সর্তক থাকতে বলেছেন রাষ্ট্রপতি
রবিবার, ১ এপ্রিল ২০১৮



 ছবি সংগৃহীতবঙ্গ-নিউজ: চিকিৎসকদের ভুল চিকিৎসার ব্যাপারে সর্তক থাকতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সম্প্রতি প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, কিছু কিছু ঘটনায় দেখা যাচ্ছে, দেশের জনগণ চিকিৎসকের ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। এতে চিকিৎসকের ও সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

শনিবার (৩১ মার্চ) বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ চিকিৎসক সমিতি (এপিবি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের ভুল চিকিৎসার ব্যাপারে সর্তক হতে হবে। চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ দিন দিন আধুনিকায়ন হচ্ছে। তাই সর্বশেষ প্রযুক্তি ও আবিষ্কার সম্পর্কে নিজেকে আরও বেশি দক্ষ ও সমৃদ্ধ করে তুলতে হবে।’

‘দেশ ও অঞ্চল ভেদে রোগের ধরণ ভিন্ন হবার পাশাপাশি জলবায়ু পরির্বতনের কারণে রোগের ধরণ পরিবর্তন হতে পারে। এ সব বিষয় বিবেচনায় রেখেই মেডিকেল চিকিৎসা ও গবেষণা কার্য পরিচালনা করতে হবে’ বলেও জানান রাষ্ট্রপতি।

‘বিনা প্রয়োজনে রোগীদের ব্যবস্থাপত্রে পরীক্ষা-নিরীক্ষা করার কথা উল্লেখ না করতে’ চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘অনেক রোগীর চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য নেই। চিকিৎসার নামে অনেক রোগী হয়রানির শিকার হন। এক শ্রেণির চিকিৎসক রয়েছেন যারা বিনা প্রয়োজনে রোগীদের মেডিকেল টেস্ট করাতে দেন। এটা ঠিক নয়। প্রয়োজন ছাড়া কাউকে টেস্ট করতে দেবেন না।’

চিকিৎসা সেবা দেয়ার সময় রোগীর সক্ষমতা বিবেচনায় রাখতে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক রোগী বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের অপ্রয়োজনীয় টেস্টের ব্যয়ভার বহন করতে সক্ষম নন। চিকিৎসা পেশা একটি মহৎ পেশা, এ পেশার মাধ্যমে স্বাস্থ্য সেবা ও পেশার মান নিশ্চিত করতে মেডিকেল এথিক্স কোড মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘একজন রোগী হলেন হাসপাতালের অতিথি। এ জন্য রোগীদের বিশেষ যত্ন নিতে হবে, যেন কেউ আপনার আচরণে কষ্ট না পান। তাই পেশাদারিত্ব মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে চিকিৎসা সেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে অধ্যাপক ডা. খাজা নিজাম উদ্দিন (মেডিসিন) ও অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশীকে (নিউরো-মেডিসিন) স্বর্ণ পদক দেয়া হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, এপিবি সভাপতি অধ্যাপক এম আজিজুল কাহহার, এপিবি মহাসচিব ডা. এসএম মোস্তফা জামান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ৮:১৩:৩৯   ৫০১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ