প্রয়োজনীয় খালেদার চিকিৎসায় সব রকমের ব্যবস্থাই নেবে সরকার: কাদের

Home Page » আজকের সকল পত্রিকা » প্রয়োজনীয় খালেদার চিকিৎসায় সব রকমের ব্যবস্থাই নেবে সরকার: কাদের
শুক্রবার, ৩০ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার প্রয়োজন অনুযায়ী সব ব্যবস্থাই নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, তিনি (খালেদা জিয়া) জেলে আছেন বলে তার প্রতি সরকার অমানবিক আচরণ করবে না। আমরা এই ধরনের সরকার না। তার সু-চিকিৎসার জন্য যা যা দরকার, সব ব্যবস্থা নেওয়া হবে। সু-চিকিৎসা যদি দেশে হয় তাহলে দেশে, আর বিদেশে নেওয়ার দরকার হলে তাই হবে।

এ বিষয়ে চিকিৎসকদের পরমর্শ নিয়েই সব হবে জানিয়ে মন্ত্রী বলেন, এটা কি টার্মিনাল ডিজিজ না নরমাল ডিজিজ সেটা দেখতে হবে। টার্মিনাল ডিজিজ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের চিকিৎসকরা যদি বোর্ড বসিয়ে বলে যে বিদেশে পাঠাতে হবে, তাহলে পাঠাব। সেই পরামর্শ দিলে অবশ্যই পাঠানো হবে।

এছাড়াও বৃহস্পতিবার হয়ে যাওয়া স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সত্যি কথা বলতে কি, বিএনপি যে কয়টা জায়গায় জিতেছে, এক-দুটি ছাড়া বাকি সবগুলো কিন্তু আমাদের বিদ্রোহী। আমাদের অর্ন্তকলহের ফলে তারা জিতেছে।

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, অপরাধীদের শাস্তি না হলে অপরাধের প্রবণতা আরও বেড়ে যায়।

এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৯   ৫৯২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ