নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতির কারণে ব্যাংকে অনিয়ম

Home Page » অর্থ ও বানিজ্য » নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতির কারণে ব্যাংকে অনিয়ম
বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতির কারণে দেশের ব্যাংক খাতে অধিকাংশ অনিয়ম হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সুশাসন বিভাগকে স্বাধীনভাগে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা রাখতে হবে। ব্যাংকিং বিষয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের দক্ষতাও বাড়ানো দরকার।

বৃহস্পতিবার ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স অব ব্যাংকস’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এমন মতামত দিয়েছেন। একই সঙ্গে অনিয়ম বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) নিজেদের মিলনায়তনে কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, টেকসই ব্যাংকিং ব্যবস্থার জন্য শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ ব্যবস্থাপনা প্রতিনিয়তই উন্নত করা হচ্ছে। পাশাপাশি অনলাইন মনিটরিংও করা হচ্ছে।

ঢাকা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, কমার্শিয়াল ব্যাংকে যেসব দুর্নীতি এবং অনিয়ম হয়েছে, তার প্রধান কারণ হচ্ছে সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতায় ব্যাংকিং খাতে খেলাপি ঋণসহ অন্যান্য নেতিবাচক বিষয় বাড়ছে, যা খুবই উদ্বেগজনক।

বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি ব্যাংক পরিচালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংককে ভূমিকা রাখতে হবে।

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসাইন বলেন, পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক হলে অনেক বিষয় ঠিক হয়ে যাবে। বছর শেষে ব্যাংকগুলো মুনাফা বাড়ানোর যে লক্ষ্য নিয়ে কাজ করে, তা থেকে বেরিয়ে আসতে হবে। বছর শেষে মুনাফা বাড়াতে গিয়ে অনেক ব্যাংক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রক্ষা করতে পারে না।

ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরিফুল ইসলাম বলেন, ঋণই ব্যাংকের প্রধান ঝুঁকি। এ জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সুশাসন বিভাগে মেধাবী কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০২   ৫৩৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ