যদি সবকিছু জানে কার এত আগ্রহ থাকে: অপর্ণা

Home Page » বিনোদন » যদি সবকিছু জানে কার এত আগ্রহ থাকে: অপর্ণা
বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘আকাশে মেঘ নেই’। ফেরারী ফরহাদের রচনা ও রাশেদ রাহার পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। কথা হলো তাঁর সঙ্গে।

‘আকাশে মেঘ নেই’ নাটকটিতে কত দিন আগে শুটিং করেছেন?
এটা চার-পাঁচ মাস আগে শুটিং করা। আমি পুরো ধাপের মধ্যে দু-তিন দিন শুটিং করেছি। কিন্তু এই মুহূর্তে চরিত্র বা গল্পটা ঠিক মনে পড়ছে না।

এখন নাটক করে কেমন সাড়া পাওয়া যাচ্ছে?
আগের মতো না। তবে অনলাইনে তো একটা সাড়া পাওয়া যায়ই। ফেসবুকে মতামত জানান অনেকেই। তবে ২৬ মার্চে মাহমুদ দিদাদের পরিচালনায় আজ পূরবীর দিন নামে একটি নাটক প্রচারিত হয়েছে এনটিভিতে। নাটকটির প্রধান চরিত্রে আমি অভিনয় করেছি। নাটক চলার সময় অনেকেই ফোন করেছেন। পরদিন শুটিং স্পটে অনেকেই নাটকটির প্রশংসা করেছেন। এটা ভালো লেগেছে।

এখন নাটক নির্মাণের যে প্রক্রিয়া, তাতে কি আপনি সন্তুষ্ট?
এখন নাটকের বাজেট অনেক কমে গেছে। ফলে নির্মাণের জায়গা থেকে সময়সহ সবকিছু নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। তবে দর্শক এখনো নাটক দেখেন। সেটা টিভিতে বা অনলাইনে, যেখানেই হোক। আসলে হয়েছে কী, আমরা মানুষের এত কাছাকাছি শুটিং করি এবং ফেসবুকে এত ছবি আপলোড ও চেকইন দিই যে নাটকের ব্যাপারে বোধ হয় দর্শকের আগ্রহ খানিকটা কমে গেছে। আগে থেকে সবকিছু জানলে কার এত আগ্রহ থাকে বলুন। এমনও হয়, কারও বাড়ির সামনে হয়তো শুটিং করছি, হুট করে সে ঝাড়িও মেরে বসে। মাঝেমধ্যে এমন বিব্রতকর ঘটনা ঘটে।

নতুন চলচ্চিত্রে অভিনয়ের কথা হচ্ছে কি?
না। একটা চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল। কথাবার্তা অনেক দূর এগিয়েছিল। কিন্তু শেষ অবধি আর করা হচ্ছে না।

ধরুন, পরিচালক রাশেদ রাহা, মাহমুদ দিদার ও শাফায়েত মনসুর তিনটি চিত্রনাট্য পাঠালেন। তিনটিই অসাধারণ গল্প এবং তিনজনই একই দিনে শিডিউল চাইছেন। কোন পরিচালকের কাজটি করবেন?
যিনি সবার আগে চিত্রনাট্য পাঠাবেন তাঁর কাজটি করব। আর সব কটি চিত্রনাট্য যদি আমার খুব পছন্দ হয়ে যায়, তাহলে বাকি দুজনকে অনুরোধ করব কদিন পরে শুটিং করতে।

নতুন যাঁরা অভিনয়ে আসছেন তাঁরা আপনার কাছ থেকে কী শিখতে পারেন?
আমি আমার কাজটাকে খুব ভালোবাসি। অনেক যত্ন নিয়ে কাজ করি। নতুনেরা চাইলে এটা শিখতে পারেন।

প্রতিদিন শুটিংয়ে যাওয়ার সময় কী সঙ্গে নিয়ে বের হন, যেটা কেউ জানে না?
আমার ব্যাগে লিপস্টিক থাকে। এটা তো মনে হয় সব মেয়ের ব্যাগেই থাকে। আর আর…। হ্যাঁ, আমার ব্যাগে ইনহেলার ও মাস্ক থাকে। কারণ আমি ধুলাবালি একদমই সহ্য করতে পারি না।

বাংলাদেশ সময়: ২৩:০০:১৭   ৪৭০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ