ওয়ার্নার ঘৃণ্য কাজ করেছে: সান্ডারল্যান্ড

Home Page » খেলা » ওয়ার্নার ঘৃণ্য কাজ করেছে: সান্ডারল্যান্ড
শুক্রবার, ১৪ জুন ২০১৩



australia-300x185.pngবঙ্গ- নিউজ ডটকমঃ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড বলেছেন, ওয়ার্নারের যে কাণ্ড করেছে তা খুব ঘৃণিত কাজ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সান্ডারল্যান্ড বলেন, ওয়ার্নার খুবই ভাগ্যবান এই কাণ্ডের পরও তাকে অ্যাশেজের জন্য বিবেচনায় রাখা হয়েছে।

অবশ্য এ ঘটনায় পুরো দল ও টিম ম্যানেজমেন্টেকেও দোষারোপ করেছেন অসি ক্রিকেট বোর্ডের এই কর্তা।

তিনি জানান, ওয়ার্নার আসলেই ঘৃণ্য এক কাণ্ড করেছে। আর সে সময় ওর সঙ্গে দলের বাকিরাও ছিল। তাদেরকেও এ ঘটনার দায়-দায়িত্ব নিতে হবে।

ইংলিশ ক্রিকেটার জো রুটকে ঘুষি মারার পরই ক্রিকেট অস্ট্রেলিয়ার শুনানির মুখোমুখি হয়েছিলেন ওপেনিং ব্যাটসম্যান ওয়ার্নার। শুনানিতে অ্যাশেজ টেস্টের প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে দলে নিষিদ্ধ করেছে অসি ক্রিকেট বোর্ড।

তবে অ্যাশেজের প্রথম টেস্টে দলে ঢোকার সুযোগ থাকলেও প্রস্তুতি ম্যাচে পারফর্ম না করায় নির্বাচকরা তাকে দলে স্থান দেবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, এক পানশালায় ইংলিশ ক্রিকেটার জো রুটকে কোন বিষয়কে কেন্দ্র করে ঘুষি মেরে বসেন ওয়ার্নার। তবে রুটের কাছে ও জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবেই এ নিয়ে পরে ক্ষমা চেয়েছেন ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২৬   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ