আগামী নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করবো -এরশাদ

Home Page » জাতীয় » আগামী নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করবো -এরশাদ
শনিবার, ২৪ মার্চ ২০১৮



 জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

বঙ্গ-নিউজঃ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা নির্বাচনের রূপরেখা দিয়েছি। যারা আমরা সংসদে আছি, তাদের নিয়ে ছোট মন্ত্রীসভা গঠন করতে হবে। আমরা নিজেদের কাজ করবো। নির্বাচন পরিচালনা করবে কমিশন। সেখানে আমরা হস্তক্ষেপ করবো না। আমি সব কথা বলেছি, বয়স হয়েছে, মাথা ঠিক আছে।

এরশাদ বলেন, ‘আজকের সমাবেশকে কী বলবো? জনসমাবেশ? জনসমুদ্র? মহাসমুদ্র? আমার হৃদয় আজ কানায় কানায় পূর্ণ। মানুষ আমার কাছে বার্তা চায়। কী বার্তা দেবো? প্রথম বার্তা, আমরা ইতিহাস সৃষ্টি করবো। আগামীতে সুষ্ঠু নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করবো।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘২৫ বছর আমরা ক্ষমতায় নেই। ২৫ বছর এই দুই দল ক্ষমতায় ছিল। ২৫ বছরে এই দুই দল জনগণকে কী দিয়েছে? কিছুই দিতে পারে নাই। শুধু বড় বড় কথা।’ তিনি বলেন, ‘গতকাল নাকি আমরা উন্নয়নশীল দেশ হয়েছি। শুধু ঢাকায় চাকচিক্য। ঢাকার বাইরে যান, দেখেন মানুষ কীভাবে জীবন-যাপন করে। কর্মসংস্থান নেই। মানুষের মনে শান্তি নেই। আমরা শান্তি আনতে চাই।’ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, শিক্ষায় পচঁন ধরেছে। শিক্ষা গোল্লায় গেছে। যে শিক্ষামন্ত্রী বলেন- ঘুষ কম খান, তিনি এখনো মন্ত্রী থাকেন। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আগে পাশ করা কঠিন ছিল, এখন ফেল করা কঠিন। সবাইকে (পরীক্ষক) বলা হয় খাতায় লেখা না থাকলেও নাম্বার দিতে হবে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনবো। শাসনব্যবস্থায় পরিবর্তন আনবো। প্রশাসনে আমরা পরিবর্তন আনবো। এরশাদ বলেন, ব্যাংকে কোনো টাকা নেই, সব লুটপাট হয়ে গেছে। সেগুলোর কোনো বিচার নেই। আমরা ক্ষমতায় গেলে এই লুটপাটের বিচার করবো। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:০৫   ৬৬৭ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ