‘নির্বাচন কমিশন দন্তহীন ও ঠুঁটো জগন্নাথ’

Home Page » জাতীয় » ‘নির্বাচন কমিশন দন্তহীন ও ঠুঁটো জগন্নাথ’
শুক্রবার, ১৪ জুন ২০১৩



moudud-300x214.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ নির্বাচন কমিশন দন্তহীন ও ঠুঁটো জগন্নাথ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচনী এলাকায় সরকারের কোনো মন্ত্রী প্রচার চালাতে পারবেন না ও প্রচারকাজে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না।অথচ এসব ঘটনা ঘটেছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। এতেই বোঝা যায়, তাদের ক্ষমতা কতটুকু।তিনি আরো বলেন, চারটি সিটি করপোরেশন নির্বাচন এই সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। আগামীকাল তাদের সেই পরীক্ষা হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। চার সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি ও নির্বাচন কমিশনের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে সংগঠন বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল।

পুলিশের ওপর দেশের কারো আস্থা নেই, এমন দাবি করে ব্যারিস্টার মওদুদ বলেন, সরকারি দলের ভোট কারচুপি ও কেন্দ্র দখলের দুরভিসন্ধি থাকার কারণেই সিটি নির্বাচনে সেনা মোতায়েন করতে চায় না কমিশন। এসব ইচ্ছা না থাকলে সেনা মোতায়েনে আপত্তি কোথায়?

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আগামীকালের নির্বাচনে ফলাফল কী হবে, জানি না। তবে জনগণ যদি ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে ফলাফল সরকার-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে যাবে। জনগণ বর্তমান সরকারের প্রতি অনাস্থা জানাবে। এই ফলাফল আন্দোলনকে আরও জোরদার করবে।

মওদুদ বলেন, ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য সরকার সিটি নির্বাচনে সেনা মোতায়েন করতে চায় না। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, কোনো দুরভিসন্ধি না থাকে, তাহলে এখনো সময় আছে, আপনাদের সততা ও নিরপেক্ষতা প্রমাণের জন্য সেনা মোতায়েন করুন।

এ নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এ বছর হলো সরকারের শেষ বছর। আগামী ছয় মাসের মধ্যে সরকারের সময় শেষ হবে। তাই চলমান সরকারবিরোধী আন্দোলন গতিশীল করতে আমরা এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। জাতীয় নির্বাচন নির্দলীয় সরকার ছাড়া হবে না, হতে দেওয়া হবে না।

সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৩৪   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ