২২ মার্চে বৃহস্পতিবার অনুষ্ঠানে ব্যাগ বহন নিষিদ্ধ

Home Page » জাতীয় » ২২ মার্চে বৃহস্পতিবার অনুষ্ঠানে ব্যাগ বহন নিষিদ্ধ
মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার আনন্দ উদযাপনের দিন ২২ মার্চ বৃহস্পতিবার কোনো ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

সোমবার সচিবালয়ের সভাকক্ষে ২২ মার্চের কর্মসূচি বাস্তবায়নে এক সভা শেষে এই নিষেধাজ্ঞার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত হয়। আর বাংলাদেশ সময় ১৭ মার্চ জাতিসংঘ বাংলাদেশকে ‍উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র হস্তান্তর করে। আর এই স্বীকৃতি উদযাপনে ২২ মার্চ সারাদেশে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সেদিন কেন্দ্রীয়ভাবে রাজধানীতেও হবে নানা অনুষ্ঠান। সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব কটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। বিকাল চারটায় হবে আনন্দ মিছিল। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওই দিন দেশব্যাপী অনুষ্ঠানে যেকোন ধরনের নাশকতা এড়াতে সব ধরণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

‘অনুষ্ঠানের দিন অর্থাৎ ২২ মার্চ পিঠে এক প্রকার ব্যাগ বহন করা হয় যেটা ছাত্র বা যুবক শ্রেণির ব্যক্তিরা এটা ব্যবহার করে, ওইদিন এ ধরনের কোন ব্যাগপ্যাকসহ কোন রকম ব্যাগ ক্যারি করতে দেবো না।’

‘ধারল বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে পারে এমন ম্যাচ জাতীয় বস্তুও বহন করতে দেয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘সারাদেশে সেদিন জনবহুল সমাবেশ হবে। এজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

‘ওইদিন বাংলাদেশ সচিবালয়ে বেলা তিনটার পর কেউ প্রবেশ করতে পারবে না। যারা প্রবেশ করে ভেতরে অবস্থান করবেন তারাও বের হতে পারবেন না।’

রাজধানীর মিরপুরে পুলিশের এক উপপরিদর্শক মৃত্যের ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে এর কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা ভিন্ন বিষয়। এ বিষয়ে পুলিশ প্রধান বিস্তারিত বলেছেন। এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামালউদ্দিন, আইজিপি জাবেদ পাটোয়ারী, র‌্যাব, বিজিবির প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৭:৪২   ৫৭৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ