২৯ মার্চ ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » ২৯ মার্চ ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী
সোমবার, ১৯ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ মার্চ ঠাকুরগাঁও আসছেন। ওই দিন জেলা স্কুল বড় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা পূরণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি আরও বলেন, জনসভা সফল করতে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করা হয়েছে। সভায় দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, সহসভাপতি ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, সদর উপজেলা সভাপতি অরুণাশু দত্ত টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কাছে ঠাকুরগাঁওবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে- বিমানবন্দর ও রেশম কারখানা পুনরায় চালু করা, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কৃষিভিত্তিক শিল্প কারখানাসহ ইপিজেড স্থাপন। দাবিগুলো পূরণে জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন বলে আশা করছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

এ বিষয়ে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, জনসভায় প্রধানমন্ত্রীর কাছে ঠাকুরগাঁওয়ের মানুষের দাবিগুলো তুলে ধরা হবে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী দাবিগুলো পূরণ করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর জনসভার স্থানসহ পুরো ঠাকুরগাঁও শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভা উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:০০:৫৩   ৮৬৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ