এখন শুধু আনুষ্ঠানিকতা আর গেজেট নোটিফিকেশন হবে:মওদুদ আহমেদ

Home Page » জাতীয় » এখন শুধু আনুষ্ঠানিকতা আর গেজেট নোটিফিকেশন হবে:মওদুদ আহমেদ
শনিবার, ১৭ মার্চ ২০১৮



ছবি সংগৃহীত বঙ্গ-নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিএনপি এতদিন যেটা সন্দেহ করে আসছিল সেটাই এখন ঘটছে।

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের একজন নেতা আজ বলে দিয়েছেন সরকার বলছে তাদের বিজয় আনুষ্ঠানিকতা মাত্র। তার মানে নীল নকশা অনুযায়ী নির্বাচন হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা আর গেজেট নোটিফিকেশন হবে। তারপড় শপথ।’

‘তাহলে এত অপেক্ষা করছেন কেন! শপথ নিয়ে নিন। ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না’ বলেন তিনি।

আজ (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে নাগরিক অধিকার ফোরাম নামে একটি সংগঠন এই সভার আয়োজন করে।

গতকাল শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নে-অর্জনে জনগণ খুশি, নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’

সেতুমন্ত্রীর এমন বক্তব্যে মওদুদ আহমদ বলেন, ‘এতদিন আমরা যে সন্দেহ করে আসছিলাম আজকে তারা নিজেরাই অজ্ঞাতে বা মনের ভিতর যেটা ছিল তা প্রকাশ করে ফেলছে। যার ফলে তারা দেশের মানুষের কাছে ধরা পড়ে গেছেন।’

‘দেশের মাটিতে এই নীল নকশা আপনারা কখনোই বাস্তবায়ন করতে পারবেন না’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, ‘এ রকমের মনোভব যে সরকারের থাকে সেই সরকার কত নিচে নেমে গেছে, তা এখন দেশের মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘বিশ্বময় স্বৈরাচার সরকারগুলোর পতন যেভাবে হয়েছে বর্তমান সরকারের পতনও একইভাবে হবে। এটা ইতিহাসের অবধারিত পরিণতি। এখান থেকে কেউ নিস্তার পায়নি। এখন শুধু সময়ের ব্যাপার।’

‘খালেদা জিয়ার কারামুক্তি যতই বিলম্বিত হবে ততই তার জনপ্রিয়তা বাড়বে। যেদিন তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন সেদিন থেকে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। সেই জোয়ারে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে’ বলেও মন্তব্য করেন এই নেতা।

বাংলাদেশ সময়: ২০:১৯:০৭   ৫২৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ