কারো উপর কোনো রাগ-ক্ষোভ কিছুই নেই বললেন : জাফর ইকবাল

Home Page » এক্সক্লুসিভ » কারো উপর কোনো রাগ-ক্ষোভ কিছুই নেই বললেন : জাফর ইকবাল
বুধবার, ১৪ মার্চ ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ে (শাবিপ্রবি) হামলার শিকার অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, হামলাকারীর ওপর তার কোনো রাগ-ক্ষোভ নেই। বরং তার মতো তরুণদের জন্য তিনি দুঃখ বোধ করেন।

নিরাপত্তা নিয়েও তার কোন শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সিলেটে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন ড. জাফর ইকবাল।

এরপর দুপুরে সিলেট বিমানবন্দরে পৌঁছেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই শিক্ষক। এসময় তার সঙ্গে স্ত্রী-কন্যা ও ব্যক্তিগত সহকারীতার সঙ্গে ছিলেন।

ড. জাফর ইকবাল বলেন, ‘হামলাকারীর আইন অনুযায়ী যা হওয়ার তা-ই হবে। এ ব্যাপারে তার কোন বক্তব্য নেই।’ হামলার ঘটনায় কাউকে দোষারূপও করছেন না তিনি।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবির এই শিক্ষক বলেন, আগামীতেও জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন।

ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, বিকেলে ক্যাম্পাসে হামলাস্থলে ড. জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

হামলার ঘটনার ভয় পাচ্ছেন কি না—এ প্রশ্নের জবাবে ড. জাফর ইকবাল বলেন, ‘আমার ভয়টয় নেই। প্রধানমন্ত্রী, আশপাশের মানুষ, আমার ছাত্ররা, সহকর্মীরা, আত্মীয়-পরিজনেরা আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছেই। এরপর আর অনিরাপদ বোধ করার কোনো কারণ দেখি না।’

এখন সুস্থ আছেন বলেও সাংবাদিকদের জানান জাফর ইকবালক।

উল্লেখ্য, গত ৩ মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হামলার শিকার হন। অনুষ্ঠানে তার পেছনে থাকা ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। উন্নত চিকিৎসার জন্য  ড. জাফর ইকবালকে ঢাকার সিএমএইচে আনা হয়। তার ওপর হামলার ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠে।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৩৭   ৬৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ