দামুড়হুদা থানা পুলিশের সন্ধারাতে অভিযান ৯২জন শিক্ষার্থী আটক: অভিভাবকের জিম্মায় মুক্তি,

Home Page » শিক্ষাঙ্গন » দামুড়হুদা থানা পুলিশের সন্ধারাতে অভিযান ৯২জন শিক্ষার্থী আটক: অভিভাবকের জিম্মায় মুক্তি,
মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ- নিউজ:(১২.০৭.) পড়ার টেবিল ছেড়ে রাতে কেরামবোর্ড, চা’র দোকান ও রোডে ঘোরাঘুরি করা অবস্থায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানা পুলিশ উপজেলা শহর সহ বিভিন্ন গ্রাম থেকে ৯২জন শিক্ষার্থীকে আটক করে। পরে বিড়ি-সিগারেট না খাওয়া, মাদকাসক্ত না হওয়া ও পড়ার টেবিলে ফিরে যাওয়ার শপথ করিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয় তাদের। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে গতকাল সোমবার সন্ধা রাতে দামুড়হুদা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান,চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে সোমবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান পরিচালনা করেন। এসময় শহরের বিভিন্ন এলাকার ক্যারামবোর্ড, চা’র দোকানের আড্ডা ও রোডে ঘোরাঘুরি করা প্রায় শতাধিক স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সী কিশোর-তরুণকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের আটকের সংবাদ পেয়ে কয়েক শ’ অভিভাবক উপস্থিত হন থানা চত্ত্বরে। ছুটে যান জনপ্রতিনিধিরাও। সে সময় অভিভাবকদের উপস্থিতিতে আটক স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-তরুণদের দাঁড় করানো হয়। সকলের উপস্থিতিতে দামুড়হুদা মডেল থানার অফিসার তাদেরকে হাত উঠিয়ে বিড়ি-সিগারেট না খাওয়া, মাদকাসক্ত না হওয়া ও পড়ার টেবিলে ফিরে যাওয়ার শপথ করান। পরে তাদেরকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। সে সময় তিনি অভিভাবকদেরকেও সন্তানদের গতিবিধি মনিটরিং করা, লেখাপড়ার খোঁজখবর রাখতে পরামর্শ দেন । তিনি আরো বলেন, পরবর্তিতে প্রতিশ্রুতি ভঙ্গকরে কেউ যদি এধরনের চলাফেরা অব্যহত রাখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন মহতি উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল সহ এলাকার সুচিন্তিত নাগরিকগণ।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫০   ৫৯৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ