এপ্রিলেই দলে যোগ দেবেন কোচ: নাজমুল

Home Page » আজকের সকল পত্রিকা » এপ্রিলেই দলে যোগ দেবেন কোচ: নাজমুল
সোমবার, ১২ মার্চ ২০১৮



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশের প্রধান কোচ আগামী মাসেই দলের সঙ্গে যোগ দেবেন। কলম্বোতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দারুণ এক রেকর্ড জয়ের একদিন পরে বোর্ড সভাপতি এ ঘোষণা দিলেন। বোর্ড সভাপতি বলেন, ‘আমরা এই সিরিজ পরেই প্রধান কোচ ঠিক করে ফেলব।’

গত নভেম্বরে হঠাৎ করেই চন্দ্রিকা হারুতুসিংহের পদত্যাগের পর বাংলাদেশের প্রধান কোচের পদটি ফাঁকা আছে। মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকার বিপক্ষে সিরিজে দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু ওই সিরিজে দলের পারফর্ম সন্তোষজনক না হওয়ায় নিদাহাস ট্রফিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে আছেন বোলিং কোচ কোর্টলি ওয়ালস।

বাংলাদেশের প্রধান কোচের পদে কাকে বসানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেন, ‘যেহেতু আমরা দেশের বাইরে আছি তাই এটা এখন জানাতে চাচ্ছি না।’ তবে কোচ হওয়ার জন্য আবেদন করা তিনজনের মধ্যে দু’জনকে ডাকা হবে বলে জানান তিনি।

নাজমুল হাসান বলেন, ‘আমরা আশা করছি আগামী মাসের মধ্যেই আমাদের প্রধান কোচ দলের সঙ্গে যোগ দেবেন। আর চলতি মাসের মধ্যেই আমরা প্রধান কোচ নির্বাচনের কাজটা সেরে ফেরতে চাই।’

তবে বিসিবি সভাপতি কোন ভাবেই প্রধান কোচ কে হচ্ছেন সেটা খোলসা করতে চাইলেন না। কিন্তু শ্রীলংকার কেউ যে নেই এটা নিশ্চিত করেছেন তিনি। উল্লেখ্য বাংলাদেশের সাবেক কোচ রিচার্ড পাইবাস এবং ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স বাংলাদেশ দল নিয়ে তাদের পরিকল্পনার কথা বিসিবিকে জানিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮:২৬:১৪   ৬০৬ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ