ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করতে প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করতে প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী
শুক্রবার, ১৪ জুন ২০১৩



hasanul-haque-inu-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ মানুষের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট ব্যবহারের সুবিধাপ্রাপ্তিকে সংবিধানে অর্ন্তভূক্ত করার প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ: স্টেকহোল্ডারদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তি প্রয়োগে দুর্নীতি কমবে, জনগণের কাছাকাছি চলে আসবে সরকার। সে জন্য জনগণকে ফ্রি ইন্টারনেট সুবিধা প্রদান করতে হবে।

এ সময় অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষন করে ইন্টারনেটের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহবান জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনের রাজনৈতিক ঘোষণা দেয়ার পর মহাজোটের অনেকেই তা বোঝেননি উল্লেখ করে ইনু বলেন, মহাজোট নেতারা নির্বাচন ও পরবর্তী সময়ে ঘণ্টাব্যাপী বক্তব্য দিলেও তারা এক মিনিটের জন্য ডিজিটাল বাংলাদেশের ব্যাখ্যা দেননি।

তিনি বলেন, এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা মহলে ঠাট্টা-মস্করাও হয়েছে। বিরোধী দলীয় নেতা সংসদে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ নয়, ডিজিটাল গরু। শুধু মাত্র তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে নিবীড়ভাবে বোঝার চেষ্টা করছে।

ইনু বলেন, তিনটি অজ্ঞতা ও চারটি বাধার পাহাড় অতিক্রম করে আধুনিক বাংলাদেশ গড়তে হবে। তথ্য-প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল বাংলাদেশ এখন ৯ পায়ে হাটতে শুরু করেছে। এ পা আরও বাড়াতে হবে। তবে এখনও সমন্বয় হয়নি।

তিনি বলেন, সরকারের এই অগ্রগতি থেকে অনুধাবন করা যায় ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব।

বাংলাদেশ তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ হতে উত্থান পর্বে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তিন পর্বে তথ্য-প্রযুক্তি ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। প্রথম পর্ব মন জয়। ২০০৯-১০ সালে আমরা জনগণ, সরকারি কর্মকর্তাসহ সব মানুষের মন জয় করেছি। এখন চলছে উত্থান পর্ব। তৃতীয় পর্যায়ে অগ্রযাত্রা পর্ব আসবে। তথ্য-প্রযুক্তি প্রতি মুহুর্তে পুরাতন হয়ে যায়। তাই এর অগ্রযাত্রা সম্পর্কে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্ত সচিব নজরুল ইসলাম খান, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:৫২:১১   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ