গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে

Home Page » জাতীয় » গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে
শুক্রবার, ২ মার্চ ২০১৮



 

 ফাইল ছবি বঙ্গ-নিউজ: বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী তারা একটি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার (০২ মার্চ) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্দ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইমাম ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তি প্রাপ্ত হয়ে এতিমের টাকা আত্মসাৎ করার কারনে জেলে গেছেন এবং তিনি জেলে যাওয়ার আগে তাদের (বিএনপির) গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজদের নেতৃত্বে থাকার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তারা (বিএনপি) গঠনতান্ত্রিক ভাবে একটি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, সারা বছর তাদের ইসলামের কোন খবর নাই, আলেম ওলামাদের কোন খবর রাখেন না, তাদের (বিএনপির) নেতারা এবং নেত্রীও কোন খবর রাখেন না। ভোটের সময় তারা (বিএনপি) কড়া মুসলমান হয়ে যান। বাংলাদেশে দুই ধরনের মুসলমান আছে একটি হলো স্বাচ্ছা মুসলমান অপরটি হলো গরুর গোসত খাওয়া মুসলমান। সুতরাং বিএনপি হচ্ছে গরুর গোসত খাওয়া মুসলমান।ফাইল ছবি-ড. হাছান মাহমুদ

মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আপনারা বিষদগার না করে বরং আপনারা আপনাদের গঠনতন্ত্রের সাত ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজদের আপনাদের দলে নেতৃত্বে থাকার যে সুযোগ করে দিয়েছেন এই ধারাটি পূনঃস্থাপন করে আগের জায়গায় ফিরে আসুন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সত্তর হাজারেরও বেশি মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্টা করেছে এবং প্রত্যেকটি মক্তবের এক একজন ইমাম সাড়ে চার হাজার টাকা ভাতা পান। কওমি মাদ্রাসার স্বীকৃতি সনদ প্রদান করা হয়েছে। সরকারি খরচে প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ নির্মানের একটি প্রকল্প গ্রহন করেছে এবং প্রত্যেক জেলায়ও সরকারের উদ্দ্যোগে একটি করে মসজিদ নির্মান করা হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখন সপ্ন নই, বাস্তবতা। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কয়েক বছর আগে শুরু হয়েছে। অথচ বিএনপি দেশের আলেম ওলামাদের জন্য কিছুই করে নি।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় নেতৃবৃন্দসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১২   ৪৪৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ