প্রধানমন্ত্রী শেখ হাসিনা অাগামী কাল খুলনা যাচ্ছেন

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনা অাগামী কাল খুলনা যাচ্ছেন
শুক্রবার, ২ মার্চ ২০১৮



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গ-নিউজ: আগামী ৩ মার্চ খুলনা যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে নতুন রূপে সেজেছে খুলনা নগরী। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সাদা পোশাকে ৩ হাজারেরও বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোটা মহানগর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে।

জেলা প্রশাসন জানায়, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে খালিশপুর নৌবাহিনীর তিতুমীর হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে খালিশপুর ঈদগাহ মাঠে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ৫৮তম কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতা করবেন। দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী যাবেন খুলনা সার্কিট হাউসে। বিকেল ৩টায় সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং ৫২টি নতুন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জনসভায় ভাষণ দেবেন। বিকেলেই খুলনা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান সরকারের মেয়াদে প্রধানমন্ত্রীর খুলনায় এটি ৪র্থ সফর। দলীয় প্রধানের এ আগমন উপলক্ষে গোটা শহর ছেয়ে গেছে ব্যানার, তোরণ, রং-বেরংয়ের ফেস্টুন আর পোস্টারে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মিসভা, মিছিল, গণসংযোগ আর লিফলেট বিতরণে ব্যস্ত দলীয় নেতাকর্মীরা। জনসভা উপলক্ষে খুলনা সার্কিট হাউস ময়দানে নির্মাণ করা হয়েছে ১১০ ফুট দৈর্ঘ্যের ও ৩০ ফুট প্রস্থের ‘নৌকা মঞ্চ’।

উদ্বোধনযোগ্য ৪৭ প্রকল্প : প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য ৪৭ প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়ক ও রূপসা-শ্রিফলতলা-তেরখাদা সড়ক। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, লায়ন্স স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন, চালনা মোবারক মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবন, খুলনা আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাডেমিক ভবন, খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজের একাডেমিক ভবন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, মহেশ্বরপাশা সরকারি শিশু পরিবার হোস্টেল ভবন, মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভবন, মেডিকেল কলেজের অডিটরিয়াম ভবন, শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভবন, তেরখাদা থানা ভবন, রূপসা ফায়ার স্টেশন ভবন, সেনহাটি রিভার ফায়ার স্টেশন, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস ভবন, কৃষি বিভাগের অফিস কাম ট্রেনিং এন্ড প্রসেসিং সেন্টার ভবন, এলজিইডির রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পাইকগাছা আরএন্ডএইচ-বাকা জিসি সড়কের কপোতাক্ষ নদের ওপর ব্রিজ। সিটি করপোরেশনের সিআর এইচসিসি ভবন, হাতিয়ার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবন, শিমলার আইট খেজুরডাঙ্গা আরএনজিপিএস কাম সাইক্লোন শেল্টার ভবন, দেয়াড়া পশ্চিমপাড়া আরএন জিপিএস কাম সাইক্লোন শেল্টার ভবন, তেরখাদা আব্দুলের মোড় আরএন্ডএইচ-মাঝিরগাথি জিসি ভায়া কোলা বাজার সড়ক, বটিয়াঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারণ, পাইকগাছা হাবিবনগর মাদ্রাসার মোড় থেকে ডুমুরিয়া মাগুরখালি-কাঁঠালতলা বাজার পর্যন্ত সংযোগ সড়ক, জেলা ক্রীড়া সংস্থার জেলা স্টেডিয়াম, জেলা পরিষদের পাঁচ তলাবিশিষ্ট কয়রা আধুনিক ডাকবাংলো ভবন, খুলনা গণপূর্ত বিভাগ-২ এর দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কয়রা থানা ভবন, পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিস, ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন ভূমি অফিস ও বটিয়াঘাটা জলমা ইউনিয়ন ভূমি অফিস, খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (বর্ধিতাংশ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), শহীদ তাজউদ্দীন আহমদ ভবন (ঊর্ধ্বমুখী সম্প্রসারণ), মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার (বর্ধিতাংশ), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, খুলনা রেলওয়ে স্টেশন এবং ইয়ার্ড রি-মডেলিং প্রকল্প, খুলনা ওয়াসা ভবন।

বাংলাদেশ সময়: ১১:০১:২৫   ৯৬৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ